অজয় চক্রবর্তীর ছাত্র বলেই জয়ী হয়েছে, ‘সারেগামাপা’-এর বিজয়ী হয়ে নেটবাসীদের কটাক্ষের মুখে পদ্মপলাশ

ফের একবার পক্ষপাতিত্বের অভিযোগ সারেগামাপা (SaReGaMaPa) নিয়ে। বেশ কয়েকমাস ধরেই জি বাংলার পর্দায় রমরমিয়ে চলছিল গানের এই রিয়েলিটি শো। একেরপর এক প্রতিযোগীদের মনমাতানো পারফরম্যান্স-এ জমে উঠেছিল মঞ্চ। আর গতকাল অর্থাৎ রবিবার ছিল সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে। ৬ ফাইনালিস্টের মধ্যে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছে পদ্মপলাশ হালদার (Padma Palash Halder) ও অস্মিতা কর (Asmita Kar)।
এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অ্যালবার্ট কাবো (Allbert Kabo) ও সোনিয়া গ্যাজমের। তবে, বিচারকদের এই ফলাফলে একেবারেই খুশি হয়নি নেটিজেনরা। বরং তারা একাধিক প্রশ্ন তুলেছেন। তাদের মতে পদ্মপলাশ নয় এই রিয়েলিটি শোয়ের প্রকৃত বিজয়ী অ্যালবার্ট কাবো। এই সেই নিয়েই নেটিজেনরা রীতিমতো সুর চড়িয়েছেন। কেউ লিখেছেন যে, ‛গুরুজির ছাত্র বলে কথা। ওকে তো জেতাবেই। একজন গোটা সিজনে কীর্তন গাইল। কোনও ভার্সেটাইলিটি নেই। কীভাবে তাও জিততে পারে পুরস্কার?
আবার আরেকজন লিখেছেন ‛অ্যালবার্ট কাবো এই সিজেনের সেরা ছিল। ফের একবার ভুল সিদ্ধান্ত নিল বিচারকরা’। কেউ আবার লিখেছেন যে, ‛পদ্ম পলাশের থেকে রানু মন্ডল অনেক ভালো গায়িকা’। এমনই সব মন্তব্য নেটিজেনদের। এমনকি ভিউয়ারস চয়েস পুরস্কার অ্যালবার্ট পাওয়াতে একজন নেটিজেন লিখেছেন যে, ‛ভিউয়ারস চয়েস অ্যাওয়ার্ডসই তো বুঝিয়ে দিচ্ছে কে কতটা জনপ্রিয়। যতই বিচারকরা গুরুজির মন রাখতে পদ্মপলাশকে জেতাক সারেগামাপা-র বিজেতা হওয়ার ওর কোনো গুন নেই’।
এদিন স্টেজে উঠেই গণেশ বন্দনা শোনান পদ্মপলাশ। ফাইনাল রাউন্ডে জায়গা করে নেন পদ্মপলাশ, অস্মিতা, সোনিয়া, অ্যালবার্ট কাবো। প্রসঙ্গত, এর আগের সিজেনেও ইমনের টিমের অর্কদীপ সারেগামাপা জেতায় একই ভাবে নেটিজেনদের রোষের মুখে তাদের পরতে হয়েছিল।