EntertainmentVideoViral Video

শুধু গান নয়, নাচেও সমান এক্সপার্ট ‘সারেগামাপা’ খ্যাত অনন্যা, ট্রেন্ডিং ‘Lazy Lad’ গানে তুমুল নাচ বঙ্গ কন্যার, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রেন্ডিং গান হল ‘লেজি ল্যাড’ (Lazy Lad)। সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কোমর দোলাচ্ছে এই গানে। সম্প্রতি সেই তালিকায় নাম লেখালেন ‘সারেগামাপা’-র (Saregamapa) প্রতিযোগী অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)। তবে, সে একা নয় সঙ্গে এই গানে তাঁর পার্টনার অপর এক প্রতিযোগী কুরি লাজ। গানের পাশাপাশি নাচেও যে বেশ দক্ষ অনন্যা তা বেশ বোঝা যাচ্ছে।

 

সম্প্রতি অনন্যা নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও (Video)। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে- ‘একটি পজিটিভ মনোভাব একটি পজিটিভ জিনিস নিয়ে আসে’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন যে- ‘হ্যাপিআস’, ‘সোলমেট’, ‘জি টিভি’, ‘সারেগামাপা’, ‘ড্যান্সার’, ‘সিঙ্গার’, ‘লাইফইজবিউটিফুল’। কখনও রবীন্দ্রসংগীত কখনও বাউল গানে সকলের নজর কাড়েন অনন্যা। এমনকি তাঁর গানে মুগ্ধ হয়েছেন স্বয়ং ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)।

 

 

গানের পাশাপাশি অনন্যার স্টাইলও নজর কাড়ে নেটিজেনদের। কালার ব্রিড করা চুলে একতারা হাতে অন্যনার লুক সত্যিই অনবদ্য। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় খালি গলায় গান গেয়ে তাক লাগায় অনন্য ভক্তদের। এদিন অনন্যার (Ananya Chakraborty) পরণে ছিল কালো রঙের টপ ও নীল রঙের প্যান্ট। আর লাজের পরণে রয়েছে সাদা রঙের টপ ও প্যান্ট। সোয়েটার কোমরে বাধা। এর আগেও জি বাংলার (Zee Bangla) ‘সারেগামাপা’-র মঞ্চে বাউল গান গেয়ে সকলের মন জয় করেছিলেন অনন্যা।