×
Entertainment

সইফ কন্যা সারার সঙ্গে প্রেম করছে ক্রিকেটার শুভমন গিল! ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

তবে কি ফের একবার কাছাকাছি এলেন শুভমন ও সারা? ক্রিকেটারের সঙ্গে বলি তারকাদের প্রেমের গুঞ্জন এ নতুন কিছু নয়। বিশেষ করে খান পরিবারে তো এ অনেক আগে থেকেই চলছে। গত কয়েকমাস ধরে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে সারা (Sara Ali Khan) ও শুভমনের (Subhman Gill) প্রেমের কথা। যদিও নিজে মুখে এখনও তা স্বীকার করেননি অভিনেত্রী। কিছুদিন আগে পর্যন্তও এক সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন সারা।

সইফ কন্যা সারার সঙ্গে প্রেম করছে ক্রিকেটার শুভমন গিল! ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায় -

তবে একবার শুভমন এক জনপ্রিয় পাঞ্জাবি টক শোতে এসে বোমা ফাটিয়েছিলেন। শোয়ের সঞ্চালক সোনম বাজওয়া ক্রিকেটারকে প্রশ্ন করেছিলেন যে, ‛বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রী কে?’ আর তাতে শুভমন এক মিনিটও নষ্ট না করে বলেন যে, সারা। এরপর সঞ্চালিকা আবারও প্রশ্ন করেন যে, ‛তুমি কি সারাকে ডেট করছো?’ আর তাতে শুভমন খানিকটা হেঁয়ালি করেই বলেন যে, ‛হয়তো হ্যাঁ’।

সইফ কন্যা সারার সঙ্গে প্রেম করছে ক্রিকেটার শুভমন গিল! ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায় -

একটা সময় সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে নাম জড়িয়েছিল শুভমনের। এমনকি গুগল সার্চেও সারা তেন্ডুলকরের স্বামীর নাম হিসেবে আসতো শুভমন গিলের নাম। তবে, গত আগস্ট মাস থেকে বলি অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে নাম জড়িয়েছে শুভমনের। দুজনকে বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছে। আর সেটা থেকেই সকলে নিশ্চিত হয়েছিলেন যে সারা ও শুভমন প্রেম করছেন।

এক টিকটকারের গোপন ভিডিওয় ধরা পড়েছিল শুভমন ও সারার ডেট। তবে, সাম্প্রতিককালে সারা ও শুভমনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে তাদের দুজনকে একসঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তাহলে কি শুভমনের ১০০ হতেই আমেদাবাদ পৌঁছে গিয়েছেন সারা? তবে, এই বিষয়ে সারার ঘনিষ্ঠরা জানিয়েছেন যে, সারা এখন মুম্বাই আছেন।

সইফ কন্যা সারার সঙ্গে প্রেম করছে ক্রিকেটার শুভমন গিল! ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায় -

এমনকি শুভমন আমেদাবাদ থেকে ফেরার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে শুভমনকে সারা নয় হার্দিক পান্ডিয়া ও নাতাশা দালালের সঙ্গে দেখা গিয়েছে।

ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি Humppy.Com।