Advertisement
EntertainmentVideoViral Video

Sapna Choudhary : মঞ্চের উপর দুর্দান্ত শরীরী হিল্লোলে অসাধারণ নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

Sapna Choudhary : বর্তমান সময়ে হরিয়ানভি শিল্পীদের জনপ্রিয়তা সম্পূর্ণ দেশে খুবই বেশি। তার মধ্যে অভিনেত্রী-নৃত্য শিল্পী স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) জন্য কার্যত সকলে হরিয়ানভি (Haryanvi) নাচ পছন্দ করেছেন। স্টেজের মধ্যে উষ্ণতা ছড়ানো নাচ যে কারোরই পছন্দ হবার কথা। এখন যদিও বিভিন্ন নৃত্য শিল্পী নাম করেছে দেশ থেকে বিদেশে। স্বপ্না শুধু নাচ নয় অভিনয় ও করেছেন বলিউড (Bollywood) সিনেমাতে। ইনস্টাগ্রামেও (Instagram) তার প্রচুর ফ্যান ফলোইং আছে। স্বপ্নার নাচ দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।

Sapna Choudhary

Advertisements

সম্প্রতি তার আরও একটি নাচ ভাইরাল (Viral) হয়েছে এবার ইউটিউবের (Youtube) পর্দা থেকে। ভিডিওতে স্বপ্না চৌধুরী ‘না অলহা না ধাতা’ (Na Olha Na Dhata) গানে নাচ করছেন। পরনে তার লাল রঙের প্রিন্টেড সিনথেটিক সালোয়ার কামিজ। এটি একটি ওপেন স্টেজ শো ছিল যেখানে গান শুরু হবার সাথে সাথেই স্বপ্না (Sapna Choudhary) নাচতে শুরু করেন। স্বপ্নাকে ঘিরে প্রচুর পুরুষদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

Advertisements

Sapna Choudhary

দর্শকরা তার নাচ দেখে হা করে তাকিয়ে থেকেছেন শুধু। যদিও স্বপ্না স্টেজের উপরে থাকা মানেই জবরদস্ত হিট তবুও পুরোনো এই ভিডিও ঘিরে শুরু হয়েছে চর্চা। বিনুনি বাঁধা চুল, মেকআপ ও দুর্দান্ত শরীরী হিল্লোল তোলা নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে স্বপ্না। ভিডিওতে উপস্থিত যে গান সেটি গেয়েছেন বিখ্যাত হরিয়ানভি গায়ক রাজু পাঞ্জাবি (Raju Punjabi)।

Watch Full Video Of Sapna Choudhary

৫ বছর আগে ‘Wow World‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৫১ লাখ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে স্বপ্না চৌধুরীর উদ্দেশ্যে। কেউ লিখেছেন -‘আমি স্বপ্না চৌধুরীর বিশাল বড়ো ফ্যান’। কেউ লিখেছেন -‘ওল্ড ইস গোল্ড’। এখন এই ধরণের নাচ স্বপ্না চৌধুরী বর্তমানে না করলেও বিভিন্ন পুরোনো ভিডিওর সূত্র ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন।