Sapna Choudhary: ‘বোল তেরে মিঠে মিঠে’, তীব্র শরীরী মোচড়ে মঞ্চ মাতালেন স্বপ্না চৌধুরী, দেখেই উত্তেজিত দর্শকরা

‛Bol Tere Mithe Mithe’ গানে মঞ্চ মাতালো স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। অভিনেত্রীর নাচ দেখে একেবারে ক্লিন বোল্ড ভক্তরা। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তিনি হলেন হরিয়ানার দেশি কুইন। এছাড়া তিনি একজন অভিনেত্রীর পাশাপাশি দূর্দান্ত নৃত্যশিল্পীও বটে। বিশেষত স্টেজ পারফরম্যান্সয়ের মঞ্চে তার জুড়ি মেলা ভার। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়ান।
শুধু তাই নয় যারফলে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বরাবরই তার রূপে মুগ্ধ ভক্তরা। তাকে একটিবার দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই। আর তাইতো তার প্রতিটি ভিডিও (Video) মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। এককথায় বলা চলে যে বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচিত মুখ হলেন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। এমনকি তিনি প্রায় সময়ই থাকেন চর্চায়।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। তার কোনো পোস্টই নজর এড়ায়না নেটিজেনদের। সম্প্রতি স্বপ্নার (Sapna Choudhary) একটি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে তাকে ভরা মঞ্চের উপর ‛Bol Tere Mithe Mithe’ গানে নাচতে দেখা যাচ্ছে।
স্বপ্নার পরণে রয়েছে সালোয়ার কামিজ। টেনে বাধা চুল। ছিমছাম লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী। ‛Sapna Entertainment‘ নামের ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল হয়েছে। মাত্র ২ মাস আগে শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যেই ৬ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৩ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) স্বপ্নার এই নাচের (Dance) ভিডিও।