EntertainmentVideoViral Video

Viral Video : মঞ্চের উপর জনপ্রিয় হরিয়ানভি গানে উদ্দাম নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

Yaar Tea Dil Ka Mada Na‘ গানে ফের একবার মঞ্চ মাতলেন হরিয়ানভী কুইন স্বপ্না চৌধুরী (Sapna Chowdhury)। অভিনেত্রীর নাচ দেখে একেবারে ক্লিন বোল্ড ভক্তরা। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। একজন অভিনেত্রীর পাশাপাশি দূর্দান্ত একজন নৃত্যশিল্পী হলেন স্বপ্না। বিশেষত স্টেজ পারফরম্যান্স এ তার জুড়ি মেলা ভার।

মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়ান। এমনকি উঠে আসেন সংবাদের শিরোনামে। বরাবরই তার রূপে মুগ্ধ ভক্তরা। তাকে একটিবার দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই। আর তাইতো তার প্রতিটি ভিডিও (Video) মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। এককথায় বলা চলে যে বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচিত মুখ হল স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। তার কোনো পোস্টই নজর এড়ায়না নেটিজেনদের। সম্প্রতি স্বপ্নার (Sapna Choudhary) একটি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে তাকে ‛Yaar Tea Dil Ka Mada Na‘ গানে স্টেজের মধ্যে নাচতে দেখা যাচ্ছে।

তার পরণে রয়েছে নীল ও গোল্ডেন কম্বিনেশনের সালোয়ার কামিজ। সাদামাটা ছিমছাম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ‛Sapna Entertainment‘ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ১ মাসের আগের শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই দেড় লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন প্রায় হাজারের কাছাকাছি মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ভিডিও।