EntertainmentVideoViral Video

Sapna Choudhary: খোলা আকাশের নীচে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

আমাদের দেশে শত শত ভাষা আছে ও সেই আলাদা ভাষায় কার্যত কোটি কোটি মানুষ কথা বলেন। তবে সাধারণ মানুষের কার্যত বর্তমানে সবথেকে হরিয়ানভি ভাষা ভালো লাগে। হরিয়ানভি ভাষার গান কিংবা সিনেমা বর্তমানে বলিউডকেও যেন টক্কর দিতে রাজি। তবে এই কাজ যে করেছে সে কিন্তু আর কেউ নন সবার প্রিয় নৃত্য শিল্পী ও অভিনেত্রী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। বর্তমানে ওপেন স্টেজে না নাচলেও ইনস্টাগ্রামে জবরদস্ত ভাইরাল স্বপ্না।

সম্প্রতি তাঁর দুর্দান্ত একটি ভিডিও ইন্টারনেট কাঁপাচ্ছে বলা চলে। ৫.৩ মিলিয়ন ফলোয়ার্স আছে তাঁর ইনস্টাগ্রামে। সেই কারণেই যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যেই হয়ে ওঠে ভাইরাল। ভিডিওর শুরুতেই দুর্দান্ত সুন্দর সেজে কিছু নাচের স্টেপ দেখালেন তিনি। পরনে তাঁর আকাশি রঙের সুতোর কাজ করা সালোয়ার কামিজ যা খুবই সুন্দর লাগছিলো। প্রতিবারই স্বপ্নার এই লুকের ঝলক দেখলে মন দিয়ে বসেন নেটিজেনরা।

সপ্তাহ দুয়েক আগেই রিলিজ হয়েছে হরিয়ানভি গান ‘পাসলি’ (Pasli)। মাহি পঞ্চাল ও আক্কি আরিয়ান -এর এই মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন স্বপ্না চৌধুরী নিজে। আর সেই গানের এবার ইনস্টাগ্রাম রিল বানিয়ে কার্যত ব্যাপক ভাইরাল তিনি। এখনও পর্যন্ত সাত লক্ষ ৪৫ হাজার ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে।

সবাই কার্যত সুন্দর ও দুর্দান্ত কমেন্ট করেছেন। কেউ লিখেছেন -‘যেমন সুন্দর দেখতে ঠিক তেমন সুন্দর নাচ’। আবার কেউ লিখেছেন -‘তোমার রূপের কোনো কথা হবে না’। তবে এই ভিডিওর সূত্র ধরেই আপনি স্বপ্নার নিজের ইনস্টাগ্রাম একাউন্টটি একবার দেখে আসতে পারেন। সেখানেও এক সে এক হট ও ঘাম ঝরানো ফটো কিংবা ভিডিও দেখতে পাবেন আপনারা।