Viral : মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় উদ্দাম নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, দেখে ঘুম উড়েছে ভক্তদের, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া খুললেই কার্যত সুন্দরী নারীদের নাচ চোখের সামনে ভেসে ওঠে। আপনি বিগত ৩০ মিনিট ধরে স্ক্রল করে চলেছেন। তবে এবার যেন অজান্তেই থেমে গেলেন। শুরু হলো নাচ, আর সেই নাচ যদি আবার হয় স্বপ্না চৌধুরীর তাহলে তো আর কথাই নেই। কার্যত একটার থেকে একটা নাচ দেখতে গিয়ে যে কখন ঘন্টা পার হয়ে যাবে তা নিজেও বোঝা মুশকিল। হরিয়ানভি ভাষার গান কিংবা সিনেমা বর্তমানে দর্শকদের খুব পছন্দের। তবে সেসব বাদ দিলেও স্বপ্না চৌধুরীর প্রতি দুর্বলতা এক আলাদা জায়গা।
স্বপ্না চৌধুরীর লাস্যময়ী নাচ আবারো একবার ভাইরাল (Viral) হয়ে উঠেছে। সবার প্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) -র একটি ভিডিও ইউটিউব কাঁপাচ্ছে ইতিমধ্যে। ভিডিওর শুরুতেই ফাঁকা স্টেজে দখল নিয়েছেন স্বপ্না। সামনে আছে শুধুই শত শত তার নাচ দেখার জন্য অতৃপ্ত চোখ ও মন। সবাইকে জাগিয়ে তুললেন নাচের প্রথম ঠুমকা দিয়েই। পরনে তার বেবি পিঙ্ক সালোয়ার কামিজ। যা খুবই সুন্দর লাগছিলো। স্বপ্নার এই লুকের ঝলক দেখলে মন দিয়ে বসেন নেটিজেনরা।
পাতলা কোমর দুলিয়ে দুলিয়ে এমন নাচ এর আগে দেখেননি সাধারণ মানুষ। স্টেজের আশেপাশে উপস্থিত বিভিন্ন দর্শক কার্যত উঠে দাঁড়িয়ে এই নাচ উপভোগ করেছেন। এই গানের নাম ‘ইংলিশ মিডিয়াম’ (English Medium)। যা গেয়েছিলেন মাসুম শর্মা ও আন্নু কাঁদয়ান। ‘Sonotek Masti‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।
১০ মাসের মধ্যে ৯৯ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে ভিডিওতে। সবাই কার্যত সুন্দর ও দুর্দান্ত কমেন্ট করেছেন। কেউ লিখেছেন -‘সুপার ডান্স’ তো আরেকজনের বক্তব্য -‘যেমন সুন্দর দেখতে ঠিক তেমন সুন্দর নাচ’। আপনাদের জানিয়ে রাখি এই ধরণের নাচ বর্তমানে করেন না স্বপ্না। বরং এই ভিডিও গুলি বেশ কিছু বছর আগের। তবে যদি তার নতুন ভিডিও দেখতে চান অবশ্যই ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন।