দুর্দান্ত কায়দায় অসাধারণ নেচে মঞ্চ কাঁপালেন হটবম্ব স্বপ্না চৌধুরী, তুমুল ভাইরাল ভিডিও

স্বপ্না চৌধুরী, দেশের মানুষের কাছে খুবই পরিচিত একজন নৃত্যশিল্পী হিসাবে। হরিয়ানভি ভাষার গান কিংবা সিনেমা বর্তমানে বলিউডকেও যেন টক্কর দিতে রাজি। তবে এই কাজ যে করেছে সে কিন্তু আর কেউ নন সবার প্রিয় নৃত্য শিল্পী ও অভিনেত্রী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। বর্তমানে ওপেন স্টেজে না নাচলেও ইনস্টাগ্রামে জবরদস্ত ভাইরাল স্বপ্না। ৫.৩ মিলিয়ন ফলোয়ার্স আছে তাঁর ইনস্টাগ্রামে।
সম্প্রতি তাঁর দুর্দান্ত একটি নাচের ভিডিও ইন্টারনেট কাঁপাচ্ছে বলা চলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্দান্ত সুন্দর সেজে শারীরিক ভাষায় কিছু নাচের স্টেপ দেখালেন তিনি। পরনে তাঁর হলুদ রঙের পাতলা সিনথেটিক সুতোর কাজ করা সালোয়ার কামিজ। বেশিএভাগ সময়েই তাঁকে এই ধরণের লুকেই দেখা যায়। প্রতিবারই স্বপ্নার এই লুকের ঝলক দেখলে মন গলে যায় নেটিজেনদের। টাইট পোশাকের কারণে স্বপ্নার যৌবন যেন উপচে পড়তে দেখা গেল এই ভিডিওতে।
দিন চারেক আগেই রিলিজ হয়েছে নতুন হরিয়ানভি গান ‘টুন্না টুন্না’ (Tunna Tunna)। রুচিকা জাঙ্গিদ ও ওয়ে লক্ষয় -এর এই মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন স্বপ্না চৌধুরী নিজে। আর সেই গানের এবার ইনস্টাগ্রাম রিল বানিয়ে কার্যত ব্যাপক ভাইরাল তিনি। এখনও পর্যন্ত সাড়ে আট লক্ষের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে।
View this post on Instagram
সবাই কার্যত এই ভিডিও দেখার পরে চোখ ফেরাতে পারেন নি। কেউ লিখেছেন -‘ জাস্ট ফাটাফাটি স্বপ্নাজি’। দ্বিতীয়জন লিখেছেন -‘সেক্সি ফিগার, আগুন ঝরাচ্ছে’। তবে এই ভিডিওর সূত্র ধরেই আপনি স্বপ্নার নিজের ইনস্টাগ্রাম একাউন্টটি একবার দেখে আসতে পারেন। নাচের সাথেই বলিউডে অভিনয় করেছেন স্বপ্না। সাথেই বিগবসের প্রতিযোগী হিসাবেও অংশগ্রহণ করেছিলেন তিনি।