Sapna Choudhary : মাচা শোয়ের মঞ্চে উদ্দাম নাচে ঝড় তুললেন হটবম্ব স্বপ্না চৌধুরী, তুমুল ভাইরাল ভিডিও

হরিয়ানভি শিল্পী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) সম্পূর্ণ দেশের কাছে খুবই বিখ্যাত। তার শরীর দোলানো নাচ দেখতে ভালোবাসেন সকলে। এই নাচ দিয়েই তিনি নিজের পরিচিতি তৈরী করেছিলেন। সম্প্রতি আবারো ভাইরাল (Viral) হলেন তার নাচের জন্য। হরিয়ানভি নৃত্য শিল্পী হিসাবে স্বপ্না সবসময় প্রথমে থাকেন। কিন্তু সাম্প্রতিক ভিডিওতে এমন কি আছে যার জন্য এতো ভাইরাল হয়েছেন তিনি।
ভিডিওর শুরুতে স্বপ্নাকে দেখা যাচ্ছে তার যৌবন নিয়ে খেলা করতে। স্টেজ ভরা লোকের সামনে তিনি শরীর দুলিয়ে সবাইকে আনন্দিত করছেন। কার্যত শরীর সহ সব অঙ্গপ্রত্যঙ্গ লাফাচ্ছিলো তার। তবে নাচের মধ্যেকার সুন্দর এক্সপ্রেশন ছিল দেখার মতো। চোখ ভরে পুরুষেরা কার্যত উপভোগ করেছিল তার যৌবন।
জনপ্রিয় হরিয়ানভি ‘মেয় তেরি নাচাই নাচু (Mein Teri Nachai Nachu) গানে জবরদস্ত নাচ করেছেন তিনি। পরনে তার সবুজ ও গোলাপি রঙের পাতলা সালোয়ার কামিজ। ওপেন স্টেজে স্বপ্নাকে লাগছিলো দুর্দান্ত। স্বপ্নার নাচ দেখে কারেন্ট দৌড়াবে আপনার শরীরে। পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। সাথেই বাঁধা চুল, দুর্দান্ত মেকআপ, লিপস্টিক ও শরীরের উষ্ণতা পূর্ণ চাহুনিতে নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছেন এই শিল্পী।
২ মাস আগে ‘Tashan Haryanvi‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ২.৮ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে স্বপ্না চৌধুরীর উদ্দেশ্যে। তবে আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওটি বেশ পুরোনো। কারণ স্বপ্না চৌধুরী এখন আর এই ধরণের নাচ করেন না। তবে ইউটিউবের মাধ্যমে আপনি আরও ভিডিও দেখতে পাবেন স্বপ্নার যা মন ভরিয়ে তুলবে। কার্যত এই ভিডিওর সূত্র ধরেই স্বপ্না এখন সকলের মাঝে ইন্টারনেটে ছেয়ে আছেন।