EntertainmentVideoViral Video

জনপ্রিয় ভোজপুরি গানে মঞ্চের উপর উদ্দাম নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

হরিয়ানভি শিল্পীরা এখন খুবই বিখ্যাত। তাদের সেক্সি ও হট ডান্স দেখতে সবাই ভালোবাসেন। হরিয়ানভি দুনিয়ার নাম শুনলেই গোরি নাগোরি (Gori Nagori) নাম সবার প্রথমে মাথায় আসে। তার নাচ ও প্রতিভার মাধ্যমে সম্পূর্ণ দেশে হরিয়ানভি শিল্প ছড়িয়ে দিয়েছে। এখন যদিও বিভিন্ন নৃত্য শিল্পী নাম করেছে দেশ থেকে বিদেশে। গড়ি শুধু নাচ নয় অভিনয় ও করেছেন ভোজপুরি সিনেমাতে।

জনপ্রিয় ভোজপুরি গানে মঞ্চের উপর উদ্দাম নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

সম্প্রতি তার নাচ আবারো ভাইরাল (Viral) হয়েছে ইউটিউবের পর্দা থেকে। তবে এবার ওপেন স্টেজ শো নয়। একটি আইটেম ডান্স দেখা গেছে। নাচ দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে নেটিজেনদের। ভিডিওতে গোরি নাগোরি ‘ছাম ছাম’ গানে নাচ করছেন। পরনে তার লেহেঙ্গা ও চলি। গান শুরু হবার সাথে সাথেই তিনি নাচতে শুরু করেন। তবে নাচের থেকে হট এক্সপ্রেশনের মাধ্যমে নজর কেড়েছে বেশি।

জনপ্রিয় ভোজপুরি গানে মঞ্চের উপর উদ্দাম নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

নাচের মাধ্যমেই তাঁর যৌবন সুস্পষ্ট বোঝা যাচ্ছে। শরীরের প্রতিটা চাহুনি দর্শকদের মনে আগুন ধরাতে বাধ্য। দর্শকরা তার নাচ দেখে হা করে তাকিয়ে থেকেছেন শুধু। যদিও সর্বদা স্টেজের উপর থেকে সবসময়ই যৌবনময় নৃত্য দেখান। পুরোনো এই ভিডিও ঘিরে শুরু হয়েছে চর্চা। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে তার নাচের ভিডিও। দুর্দান্ত শরীরী হিল্লোল তোলা নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে স্বপ্না।

জনপ্রিয় ভোজপুরি গানে মঞ্চের উপর উদ্দাম নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

১ বছর আগে ‘TPZ Haryanvi‘ ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১.১ কোটি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই লক্ষ লক্ষ লাইক ও কমেন্ট এসেছে গোরি নাগরির উদ্দেশ্যে। তবে বেশিরভাগ মানুষ এর জন্য কমেন্ট করেছেন তাঁকে। কেউ বলেছেন -‘সেক্সি ডান্স’। তো কারোর বক্তব্য -‘জাস্ট ফাটাফাটি’। এখন এই ধরণের নাচে কার্যত সকলে ডুব আছেন।