Viral : মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, ভাইরাল ভিডিও

কিপ্যাড ফোন থেকে স্মার্ট ফোন কিংবা ফোর জি থেকে ফাইভ জি সবকিছুই পরিবর্তন হয়ে চলেছে। তবে পরিবর্তন হচ্ছে না শুধু সোশ্যাল মিডিয়ার। সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষের জীবনে জড়িয়ে আছে সোশ্যাল মিডিয়া। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই নিজের রুজি রুটির পথ খুঁজে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বেশ কিছু মানুষ হয়ে উঠেছে সেলিব্রিটি। তাদের মধ্যেই একজন হলেন স্বপ্না চৌধুরী। তার মাধ্যমেই হরিয়ানভি ভাষার গান কিংবা সিনেমা দেশীয় স্তরে সকলের নজরে এসেছে।
স্বপ্না চৌধুরী বিখ্যাত তার লাস্যময়ী ও মন মাতানো নাচের জন্য। অভিনয়ের মাধ্যমেও এখন হাত পাকিয়েছেন। সম্প্রতি তার নাচ আবারো একবার ভাইরাল (Viral) হয়ে উঠেছে। সবার প্রিয় নৃত্য শিল্পী ও অভিনেত্রী স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) এই ভিডিও এখন ইউটিউবে কার্যত ট্রেনডিং। সবাইকে জাগিয়ে তুললেন নাচের প্রথম ঠুমকা দিয়েই। চিরাচরিত প্রথাতেই সকলকে আহ্বান জানালেন তার যৌবন।
ভিডিওর শুরুতেই সম্পূর্ণ স্টেজের দখল নিয়েছেন স্বপ্না। সামনে আছে শুধুই শত শত তার নাচ দেখার জন্য অতৃপ্ত চোখ জোড়া ও একপ্রকার নিষ্ক্রিয় মন। পরনে তার চিরাচরিত সালোয়ার কামিজ। বলতে বাঁধা নেই কতটা সুন্দর লাগছিলো তাকে। স্বপ্নার এই লুকের ঝলক দেখলে মন দিয়ে বসেন নেটিজেনরা। ‘ইংলিশ মিডিয়াম’ (English Medium) গানে এবারের নাচ করেছেন তিনি। যা গেয়েছিলেন মাসুম শর্মা ও আন্নু কাঁদয়ান। ‘Sapna Entertainment‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।
১০ মাসের মধ্যে ৩০ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে ভিডিওতে। সবাই কার্যত সুন্দর ও দুর্দান্ত কমেন্ট করেছেন। সবাই স্বপ্না চৌধুরীর বোল্ড নাচের ফ্যান। তাই সেই অর্থে কোনো মানুষের অপছন্দ এ কথা বলা যাবে না। আপনাদের জানিয়ে রাখি বর্তমানে বিবাহিতা স্বপ্না চৌধুরী। তাই তিনি এই ধরণের নাচ করেন না। বরং এই ভিডিও গুলি বেশ কিছু বছর আগের। তবে আপনার হাতে সময় থাকলে ইউটিউবের মাধ্যমে স্বপ্নার একাধিক ভিডিও দেখতে পারবেন।