EntertainmentVideoViral Video

Bandook Chalegi : উদ্দাম নেচে মঞ্চ মাতালেন হটবম্ব স্বপ্না চৌধুরী, তুমুল ভাইরাল ভিডিও

খোলা স্টেজ, মঞ্চের চারপাশে শুধুই মানুষের ভিড় আর ভোজপুরি গান বেজে চলেছে। না এটা কোনো পাড়ার অনুষ্ঠান নয়। বরং ভোজপুরি নাচের কুইন স্বপ্না চৌধুরীর অনুষ্ঠান। তাঁর অনুষ্ঠান মানেই পুরুষের সমাগম। কারণ পুরুষের চোখের মণি তিনি। এমন সৌভাগ্য যদিও সব মানুষের হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় হামেশাই স্বপ্না চৌধুরী হন ভাইরাল (Viral)। সেই পুরোনো ভিডিও গুলি বারংবার দর্শন্দের আকৃষ্ট করে।

এবার আবারো একবার স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে স্টেজের উপরে তাকে উদ্দাম নাচতে দেখা গেল। আর তাঁর শরীর ও যৌবনের সাক্ষী থাকলো সেখানে উপস্থিত শত শত পুরুষ। আকাশি রঙের সালোয়ার কামিজে অপূর্ব লাগছিলো তাকে। সাথেই হালকা মেকআপ করেছিলেন তিনি। লাইভ অনুষ্ঠানে এমন সুন্দর নাচ স্বপ্না চৌধুরী ছাড়া সম্ভব না। খোলা চুলে রূপসী লাগছিলো তাকে।

শরীরের বিভিন্ন অংশকে ব্যবহার করে যেভাবে এই নাচ করেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ভোজপুরি ‘বন্দুক চালেগি’ (Bandook Chalegi) গানে নাচ করেছেন স্বপ্না চৌধুরী। সবাই কার্যত এমন নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন। স্টেজের আশেপাশে উপস্থিত বিভিন্ন দর্শকরাও উঠে দাঁড়িয়ে স্বপ্নার সাথে নাচতে থাকেন। ‘Sapna Entertainment‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল।

৩ মাসের মধ্যে এখনও পর্যন্ত ১৪ লাখের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। এই গানটি গেয়েছিলেন নরেন্দার ভগনা ও পুনম গোস্বামী। সবাই কার্যত সুন্দর ও দুর্দান্ত কমেন্ট করেছেন। এখন স্বপ্না চৌধুরী ছেয়ে আছেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু স্বপ্না বর্তমানে এই ধরণের ভিডিও থেকে দূরে থাকেন। তিনি এখন ওপেন স্টেজে নাচেন না। তবে হ্যা ইনস্টাগ্রামে ফলো করে রাখলে স্বপ্নার নাচ ও ফটো অনায়েসেই দেখতে পাবেন।