EntertainmentVideoViral Video

Teri Lat Lag Jagi : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হটেস্ট স্বপ্না চৌধুরীর রোমান্টিক ভিডিও (VIDEO)

‛Teri Lat Lag Jagi’ গানে ফের একবার স্বপ্নাকে (Sapna Choudhary) দেখে মুগ্ধ ভক্তরা। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তিনি হলেন হরিয়ানার দেশি কুইন। এছাড়া তিনি একজন অভিনেত্রীর পাশাপাশি দূর্দান্ত নৃত্যশিল্পীও বটে। বিশেষত স্টেজ পারফরম্যান্সয়ের মঞ্চে তার জুড়ি মেলা ভার। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়ান।

শুধু তাই নয় যারফলে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বরাবরই তার রূপে মুগ্ধ ভক্তরা। তাকে একটিবার দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই। আর তাইতো তার প্রতিটি ভিডিও (Video) মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। এককথায় বলা চলে যে বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচিত মুখ হলেন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। এমনকি তিনি প্রায় সময়ই থাকেন চর্চায়।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। তার কোনো পোস্টই নজর এড়ায়না নেটিজেনদের। সম্প্রতি স্বপ্নার (Sapna Choudhary) একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ভিডিওর শুরুতেই স্বপ্নাকে জামা কাপড় মেলতে দেখা যাচ্ছে। তারপরই একেরপর এক যুবক আসে স্বপ্নার কাছে।

গানে গানে দুজনের মধ্যে কথোপকথোন হয়। তবে, গোটা গানের মধ্যে স্বপ্নাকে কখনও নাচতে দেখা যায়নি। কখনও সবুজ, কখনও গোলাপী আবার কখনও কমলা রঙের পোশাকে তিনি নজর কেড়েছেন। স্বপ্নার এই ভিডিওটি কিন্তু একেবারেই নতুন নয়। প্রায় বছর দুয়েক আগের এই ভিডিওটি ইতিমধ্যেই ৩৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন দেড় লক্ষের বেশি মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল স্বপ্নার এই ভিডিও।