EntertainmentVideoViral Video

কালো সালোয়ার কামিজে ভরা মঞ্চে দুর্ধর্ষ নাচ ‘হট বম্ব’ স্বপ্না চৌধুরীর, দেখে উত্তেজিত দর্শকরা, ভাইরাল ভিডিও

Advertisement

Sapna Choudhuary Dance Video: হরিয়ানভী নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী নেটিজেনদের খুবই পছন্দের। ওপেন স্টেজ শো হোক কিংবা ইনস্টাগ্রামে রিল ভিডিওতে নাচ সবেতেই নেটিজেনদের মনে ঝড় তোলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক অ্যাক্টিভ থাকেন স্বপ্না। ইনস্টাগ্রামে তার বর্তমানে ৫.৪ মিলিয়ন ফলোয়ার্স আছে। নাচের পাশাপাশি তিনি অভিনয়ও করে থাকেন। বলিউডের বেশ কিছু সিনেমা, মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে স্বপ্না চৌধুরীকে।

কালো সালোয়ার কামিজে ভরা মঞ্চে দুর্ধর্ষ নাচ ‘হট বম্ব' স্বপ্না চৌধুরীর, দেখে উত্তেজিত দর্শকরা, ভাইরাল ভিডিও

এবার ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও (Dance Video) ব্যাপক ভাইরাল হলো। বিখ্যাত হরিয়ানভী গায়ক রাজু পাঞ্জাবির ‘তেরি হাওয়া কাসুটি সে’ গানে নাচ করেছেন স্বপ্না। এই গানে নাচ করেই আবারো তিনি লাইমলাইটে এসেছেন। স্টেজের মধ্যে একাই ব্যাপক নাচতে দেখা গেল স্বপ্নাকে। পরনে তার কালো রঙের সালোয়ার কামিজ। সাথেই মেকআপ, পনিটেল বাঁধা চুল ও জবরদস্ত লাস্যময়ী নাচের মাধ্যমে নেটিজেনদের মন কাবু করে ফেলেছেন। স্টেজের আশেপাশে থাকা দর্শকরা তার নাচ যে দুর্দান্ত উপভোগ করছে তা তাদের উচ্ছাস দেখেই টের পাওয়া গেল।

বিখ্যাত গানে তার নাচ ইতিমধ্যেই প্রায় ৯ লাখ মানুষ দেখে নিয়েছেন। দেড় বছর আগে ভিডিওটি ‘Shine Music’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। তবে বর্তমানে স্বপ্নার নাচের প্রশংসা করতে দেখা গিয়েছে হাজার হাজার নেটিজেনকে। তবে আপনি যদি স্বপ্নার আরও নাচ দেখতে চান তাহলে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফলো করতে পারেন।