মঞ্চের উপর ‘English Medium’ গানে উদ্দাম নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

স্টেজের উপরে দাঁড়িয়ে স্বপ্না চৌধুরী কোমর নাচাচ্ছেন আর আপনি দেখছেন। এমন সৌভাগ্য যদিও সব মানুষের হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে নিজের চোখে না দেখলেও ফোনের সাহায্যে অনায়েসেই সেসব জিনিস দেখতে পারবেন। স্বপ্না চৌধুরী বর্তমানে ওপেন স্টেজে নাচ করেন না। কিন্তু সেই পুরোনো ভিডিও কিছুতেই পিছু ছাড়ে না। আয়েদিন সেই ভিডিও গুলি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরাল (Viral) হয়।
এবার আবারো একবার স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে স্টেজের উপরে তাকে উদ্দাম নাচতে দেখা গেল। সাক্ষী থাকলো সেখানে উপস্থিত শত শত পুরুষ। নীল রঙের সালোয়ার কামিজে অপূর্ব লাগছিলো তাকে। লাইভ অনুষ্ঠানে এমন নাচ কার্যত স্বপ্না চৌধুরী ছাড়া হয়তো সম্ভব না। শরীরের বিভিন্ন অংশকে ব্যবহার করে যেভাবে এই নাচ করেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
বিখ্যাত ভোজপুরি ‘ইংলিশ মিডিয়াম‘ (English Medium) গানে নাচ করেছেন স্বপ্না চৌধুরী। সবাই কার্যত এমন নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন। স্টেজের আশেপাশে উপস্থিত বিভিন্ন দর্শক কার্যত উঠে দাঁড়িয়ে এই নাচ উপভোগ করেছেন। ভিডিওটি অনেক পুরোনো তবে একদিন আগেই ইউটিউবের মাধ্যমে সামনে এসেছে। ‘Tashan Haryanvi‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল।
এখনও পর্যন্ত ১৪ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। এই গানটি গেয়েছিলেন মাসুম শর্মা ও এ. কে জাট্টি। সবাই কার্যত সুন্দর ও দুর্দান্ত কমেন্ট করেছেন। কেউ লিখেছেন -‘অসাধারণ স্বপ্নাজি’। তো দ্বিতীয়জনের বক্তব্য -‘যেমন সুন্দর দেখতে ঠিক তেমন সুন্দর নাচ’। তবে এই ভিডিওর সূত্র ধরেই এখন স্বপ্না চৌধুরী ছেয়ে আছেন সোশ্যাল মিডিয়াতে। যদি তার নতুন ভিডিও দেখতে চান অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে রাখুন তার পেজ। সেখানে এখন বিভিন্ন নাচের রিল পোস্ট করেন তিনি।