EntertainmentVideoViral Video

মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

হরিয়ানভি (Haryanvi) ইন্ডাস্ট্রি মানেই একজনের নাম মনে আসবে আপনার। তিনি আর কেউ নন সবার পরিচিত স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। তার নাচ দেখতে অভ্যস্ত সকলে। আট থেকে আশি দারুণ ভালোবাসে উষ্ণতায় মাখা সেসব নাচগুলি। আর সেই কারণে হামেশাই তিনি চর্চায় চলে আসেন। এবারও তার ব্যাতিক্রম হয়নি। দুর্দান্ত একটি নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

স্টেজের মধ্যেই ব্যাপক গরম করা নাচ শুরু করলেন তিনি। আশেপাশে তখন পুরুষরা কোনোক্রমে তাদের যৌবন ধরে রেখেছেন। গোলাপি রঙের একটি সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। চকচকে ও পাতলা কামিজে শরীরের কাঠামো সম্পূর্ণ বোঝা যাচ্ছে। সেই জন্যে আরও চমকপ্রদ হয়ে উঠেছে এই ভিডিও। ‘ছড়ি বিন্দাস’ (Chori Bindas) নামের হরিয়ানভি গানের মাধ্যমে নাচ দেখিয়েছেন স্বপ্না।

মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

আসেপাশের লোকেরাও স্বপ্নার সাথে নাচ করতে শুরু করে দিয়েছে। আসলে তার সাথে নাচের স্বপ্ন দেখেন বহু পুরুষ। কিন্তু সবার তো স্বপ্ন পূরণ হয় না। যে কারণে এই ভিডিওর মধ্যে দিয়েই চোখ ও মনকে সান্তনা দেওয়া যায়। ভিডিওটি যদিও মাত্র এক মাস পুরোনো। তবে তার মধ্যেই তরতড়িয়ে ছড়িয়ে পড়েছে।

Sapna Entertainment‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সামনে এসেছিলো। এখনও পর্যন্ত ১.১ লক্ষ ভিউজ ছাড়িয়েছে। কমেন্ট বক্স ভরে উঠেছে স্বপ্নার প্রশংসায়। আপনিও নিশ্চয়ই স্বপ্না চৌধুরীর খুব বড়ো ভক্ত। তবে বর্তমান সময়ে এখন আর এই ধরণের নাচ করেন না তিনি। অভিনয় জগতের মধ্যেই অবাধ আনাগোনা তার।