EntertainmentVideoViral Video

Tu Cheez Lajawab: ভরা মঞ্চে শরীর দুলিয়ে দুর্ধর্ষ নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, ব্যাপক ভাইরাল ভিডিও

Tu Cheez Lajwaab‘ গানে প্রকাশ্য মঞ্চে নেচে ফের তাক লাগালেন (Sapna Choudhary)। অভিনেত্রীর নাচ দেখে একেবারে ক্লিন বোল্ড ভক্তরা। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তিনি হলেন হরিয়ানার দেশি কুইন। এছাড়া তিনি একজন অভিনেত্রীর পাশাপাশি দূর্দান্ত নৃত্যশিল্পীও বটে। বিশেষত স্টেজ পারফরম্যান্সয়ের মঞ্চে তার জুড়ি মেলা ভার। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়ান।

শুধু তাই নয় যারফলে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বরাবরই তার রূপে মুগ্ধ ভক্তরা। তাকে একটিবার দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই। আর তাইতো তার প্রতিটি ভিডিও (Video) মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। এককথায় বলা চলে যে বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচিত মুখ হলেন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। এমনকি তিনি প্রায় সময়ই থাকেন চর্চায়।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। তার কোনো পোস্টই নজর এড়ায়না নেটিজেনদের। সম্প্রতি স্বপ্নার (Sapna Choudhary) একটি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে তাকে ভরা মঞ্চের উপর ‛Tu Cheez Lajwaab‘ গানে নাচতে দেখা যাচ্ছে।

তার পরণে রয়েছে গাঢ় কালো রঙের সালোয়ার কামিজ। পরিপাটি করে বাঁধা চুল। সঙ্গে মানানসই মেকআপ সহ ছিমছাম লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী। স্টেজের মধ্যেই তাকে উদ্দাম নাচতে দেখা যাচ্ছে। যথারীতি তার নাচের তালে কুপোকাত হয়েছেন ভক্তরা। ৮ দিন আগের শেয়ার করা ভিডিওটি ৯১ হাজার মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় ৫০০-এর কাছাকাছি মানুষ। ‛Sonotek Ragni‘ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও (Video)।