Advertisement
EntertainmentVideoViral Video

Sapna Choudhary Dance : মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

পৃথিবীতে শত শত নৃত্য শিল্পী আছেন যারা নিজেদের নৃত্যে শাসন করেছেন। সেই তালিকায় মাইকেল জ্যাকসন (Michael Jackson) থেকে নাম থাকবে মমতা শঙ্কর (Mamta Shankar) -র মতো নৃত্য শিল্পীর। তবে হরিয়ানভি শিল্পী স্বপ্না চৌধুরীও (Sapna Choudhary) পিছিয়ে নেই এই দৌড়ে। নাচ যদিও কম তবে দর্শকদের রূপ ও রস দিয়ে ভরিয়ে তুলেছেন এই শিল্পী। শুধুমাত্র এখন নৃত্যশিল্পী হয়েই থেমে থাকেননি তিনি। অভিনেত্রী হিসাবেও ব্যাপক নাম করেছেন।

Sapna Choudhary Dance : মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

 

Advertisements

‘ছোরি বিন্দাস’, ‘দোস্তি কে সাইড এফেক্টস’ এবং ‘বীরে কি ওয়েডিং’ সহ কয়েকটি হরিয়ানভি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডের দেখা গেছে বেশ কিছু প্রজেক্টে। সম্প্রতি একটি হরিয়ানভি গানে আবারো তার নাচ ভাইরাল (Viral) হয়েছে ইউটিউবের পক্ষ থেকে। ভিডিওতে তাঁকে জনপ্রিয় হরিয়ানভি গান ‘ঠেকে আলি গালি’ গানে নাচতে দেখা গেছে। পরনে তার আকাশি রঙের সালোয়ার কামিজ। যার মধ্যে চকমকে কাজ করা আছে।

Sapna Choudhary Dance : মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

 

দেশি পোশাকেও এমন উত্তেজনা পূর্ণ নাচ যার স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না। ওপেন স্টেজে যেভাবে পুরুষদের সামনে যৌবন দেখিয়েছেন তা বিস্ময়কর। স্বপ্নার পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। সাথেই মেকআপ, দুর্দান্ত এক্সপ্রেশন ও মানানসয়ী খোলা চুলে কার্যত অসাধারণ করেছেন তিনি। শরীরের চাহুনিতে মন কেড়ে নিয়েছেন তিনি নিমেষেই। ‘Tashan Haryanvi‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ৮ মাস আগে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত ৭৪ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে। সবাই তাঁর এই নাচে মুগ্ধ। নিশ্চয়ই অবসর সময়ে এই ভিডিওটি দেখবেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, স্বপ্না চৌধুরী এখন নাচের থেকে অবসর নিয়েছেন। আর এই ধরণের নাচ করেন না। বেশ কয়েক বছর তিনি এসবের থেকে দূরে চলে গেছেন। তবে ইনস্টাগ্রামে এখন রিল ভিডিওর মাধ্যমে মাতিয়ে রাখেন দর্শক মন।