×
EntertainmentVideoViral Video

ভরা মঞ্চে সুপারহিট গানে উদ্দাম নাচ, ‘হট বম্ব’ স্বপ্না চৌধুরীর কোমরের ঠুমকায় কুপোকাত পুরুষ ভক্তরা, ভাইরাল ভিডিও

Sapna Choudhary Dance Video: বর্তমান সময়ে হরিয়ানভি শিল্পীরা দেশের মানুষের নজরে থাকে সবসময়। শিল্পী স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) মতো কোনো শিল্পী দেশের দর্শকদের কাছে এত জনপ্রিয়তা পাননি এখনো পর্যন্ত। সময় যত বদলাচ্ছে স্বপ্নার সৌন্দর্যের ও নাচের দিওয়ানা হয়ে উঠেছেন সকলে। স্বপ্নার নাচ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। এখন ইউটিউব নয় ইনস্টসগ্রামের রিল ভিডিওতেও ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় হরিয়ানভী গানে এবার তার নাচই ভাইরাল (Viral) হয়েছে ইনস্টাগ্রামের থেকে।

ভিডিওতে স্বপ্নাকে একটি জনপ্রিয় হিন্দি গান ‘Teri Ankho Ka Ye Kajal’ গানে জবরদস্ত নাচ করতে দেখা গেছে। পরনে তার কালো রঙের একটি সিনথেটিক সালোয়ার কামিজ। ওপেন স্টেজ শোর মধ্যে শুরুতেই শরীরী হিল্লোল তোলা নাচ শুরু করলেন স্বপ্না। পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। সাথেই খোলা চুল, মেকআপ, লাল লিপস্টিক ও শরীরের চাহুনিতে নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে স্বপ্না চৌধুরী নিমেষেই।

 

View this post on Instagram

 

A post shared by Sapna Choudhary (@sapnachoudhry_23)

কিছু দিন আগে ‘sapnachoudhry_23’ নামের ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে স্বপ্নার উদ্দেশ্যে। কেউ লিখেছেন -‘হট ডান্স’। আবার কেউ লিখেছেন -‘স্টেজে তুমি আগুন ধরিয়ে দিয়েছো’। তবে এই ভিডিওর সূত্র ধরেই আপনি স্বপ্নার নিজের ইনস্টাগ্রাম একাউন্টটি একবার দেখে আসতে পারেন। সেখানেও এক সে এক হট ও ঘাম ঝরানো ফটো কিংবা ভিডিও দেখতে পাবেন আপনারা।