EntertainmentVideoViral Video

Sapna Choudhary : সবুজ সালোয়ারে উদ্দাম নেচে স্টেজ কাঁপালেন ‘হট বম্ব’ স্বপ্না চৌধুরী, ভাইরাল ভিডিও

Sapna Choudhary: স্বপ্না চৌধুরীকে (Sapna Choudhary) চেনেন না এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছেন। তিনি জনপ্রিয় ভোজপুরি নৃত্যশিল্পী। পাশাপাশি অভিনয় জগতেও পসার জমিয়েছেন তিনি। নিজের কর্ম জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে সক্রিয় এই অভিনেত্রী। প্রায় দিনই নিজের একাধিক ভিডিও এবং ছবি তিনি তুলে ধরেন সামাজিক মাধ্যমে। বর্তমান প্রজন্মের কাছে যে তিনি কতটা পরিচিত তা আর নতুন ভাবে বলার কিছু নেই।

স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে ঠিক কতটা জনপ্রিয় তিনি। তাঁর অনুরাগের সংখ্যা নেহাত কম নয়। বলা বাহুল্য, নিজের রূপ গুণে সকলকে মুগ্ধ করে রেখেছেন তিনি। মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তাঁর নাচের নানান ভিডিও। খোলা স্টেজের ওপর স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) থাকা মানেই অডিয়েন্স সিট থেকে ভেসে আসবে হাততালির ঝড়। প্রিয় অভিনেত্রীকে একবার সামনে থেকে দেখতে পকেট থেকে বেশি টাকা খসাতেও রাজি অনুরাগীরা।

প্রতিবারের মতো এবারও ইউটিউবে ফের একবার ভাইরাল হয়েছে তাঁর পুরনো ভিডিও। যদিও ভিডিওটি পোস্ট করা হয়েছে আজ থেকে প্রায় 8 মাস আগে। স্টেজের উপর দাঁড়িয়েই উদ্যাম নাচতে দেখা গেল জনপ্রিয় নৃত্যশিল্পীকে। সবুজ রঙের সালোয়ার কামিজে অপূর্ব লাগছিল তাঁকে। লাইভ অনুষ্ঠানে এমন নাচ একমাত্র স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়।

বিখ্যাত ভোজপুরী গান ‘Main Teri Nachi Nachu‘ গানে স্বপ্না চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্সের ভিডিও দেখা গেল YouTube এ। ইতিমধ্যেই ১০ লাখের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে সেই ভিডিও। কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ লিখলেন, ‘অসাধারণ নাচ’। বলা বাহুল্য, এই ভিডিওকে কেন্দ্র করে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি।