Sapna Choudhary : মঞ্চের উপর দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ নাচ ‘হট বম্ব’ স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

স্বপ্না চৌধুরী মানেই লাস্যময়ী নাচ। তার উপর ক্রাশ খান হাজার হাজার পুরুষ। সাধারণ মানুষের কার্যত বর্তমানে সবথেকে হরিয়ানভি ভাষা ভালো লাগে। হরিয়ানভি ভাষার গান কিংবা সিনেমা বর্তমানে খুবই বিখ্যাত। সম্পূর্ণ দেশের মানুষ সেগুলি ভালোবাসে। তবে স্বপ্না চৌধুরীর লাস্যময়ী নাচ আবারো একবার ভাইরাল (Viral) হয়ে উঠেছে। সবার প্রিয় নৃত্য শিল্পী ও অভিনেত্রী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) -র একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
সম্প্রতি তাঁর দুর্দান্ত একটি ভিডিও ইন্টারনেট কাঁপাচ্ছে। ভিডিওর শুরুতেই দুর্দান্ত নাচ শুরু করলেন তিনি। পরনে তার গোল্ডেন সালোয়ার ও লাল রঙের কামিজ। যা খুবই সুন্দর লাগছিলো। স্বপ্নার এই লুকের ঝলক দেখলে মন দিয়ে বসেন নেটিজেনরা। পাতলা কোমর দুলিয়ে দুলিয়ে এমন নাচ এর আগে দেখেননি সাধারণ মানুষ।
সবাই কার্যত এমন নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন। স্টেজের আশেপাশে উপস্থিত বিভিন্ন দর্শক কার্যত উঠে দাঁড়িয়ে এই নাচ উপভোগ করেছেন। এক দু বছর নয় বরং ছয় বছরের পুরোনো এই গান কার্যত ব্যাপক ভাইরাল হয়েছে। সুন্দর এই গানের নাম ‘ইংলিশ মিডিয়াম’ (English Medium)। যা গেয়েছিলেন মাসুম শর্মা ও আন্নু কাঁদয়ান। ১৯ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে ভিডিওতে।
‘Trimurti Cassettes‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। সবাই কার্যত সুন্দর ও দুর্দান্ত কমেন্ট করেছেন। কেউ লিখেছেন -‘অসাধারণ স্বপ্না’ তো আরেকজনের বক্তব্য -‘যেমন সুন্দর দেখতে ঠিক তেমন সুন্দর নাচ’। তবে এই ভিডিওর সূত্র ধরেই এখন স্বপ্না চৌধুরী ব্যাপক ছেয়ে আছেন। তবে যদি তার নতুন ভিডিও দেখতে চান অবশ্যই ইনস্টাগ্রামে তাঁকে ফলো করে রাখুন।