×
EntertainmentVideoViral Video

হরিয়ানভী গানে তীব্র শরীরী মোচড়ে ভরা মঞ্চে নাচ স্বপ্না চৌধুরীর, দেখে উত্তেজিত দর্শকরা, ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে হরিয়ানভি শিল্পীদের জনপ্রিয়তা তুঙ্গে বলা চলে। স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary), সুনিতা বেবি (Sunita Beby), খুশি রাঠি (Khushi Rathi) এই সময়ের অন্যতম নৃত্যশিল্পী। যদিও কিছু বছর আগে পর্যন্ত এদের নাম জানতেন না কেউ তবে বর্তমানে দেশের মানুষের কাছে সবাই পরিচিত মুখ। স্বপ্না শুধু নাচ নয় অভিনয় ও করেছেন বলিউড সিনেমাতে। ইনস্টাগ্রামেও তার প্রচুর ফ্যান ফলোইং আছে।

হরিয়ানভী গানে তীব্র শরীরী মোচড়ে ভরা মঞ্চে নাচ স্বপ্না চৌধুরীর, দেখে উত্তেজিত দর্শকরা, ভাইরাল ভিডিও -

তবে এবার এক ভিডিওতে দেখা গেল স্বপ্না, সুনিতা ও খুশির দুর্দান্ত নাচের ভিডিও। একসাথে এক মঞ্চে নয় বরং একটা ভিডিওর মধ্যেই এই তিন জনপ্রিয় শিল্পীর নাচ ভাইরাল হতে সময় লাগেনি। ভিডিওতে স্বপ্নাকে একটি জনপ্রিয় হরিয়ানভি ‘ইংরেজি মিডিয়াম’ গানের তালে জবরদস্ত নাচ করতে দেখা গেছে। পরনে তার আকাশি-বেগুনি রঙের প্রিন্টেড সিনথেটিক সালোয়ার কামিজ। এটি একটি ওপেন স্টেজ শো। যে কারণে তিনি একাই একটি স্টেজের মধ্যে নাচ করছে। দর্শকরা তার নাচ দেখে হা করে তাকিয়ে থেকেছেন শুধু। দুর্দান্ত শরীরী হিল্লোল তোলা নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে স্বপ্না। পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে নেটিজেনদের অজান্তেই।

হরিয়ানভী গানে তীব্র শরীরী মোচড়ে ভরা মঞ্চে নাচ স্বপ্না চৌধুরীর, দেখে উত্তেজিত দর্শকরা, ভাইরাল ভিডিও -

অন্যদিকে সুনিতা ও খুশির নাচও উষ্ণতায় পরিপূর্ণ। তবে অবশ্য তাদের নাচ দেখে ওপেন স্টেজ শো বোঝা সম্ভব হয়নি। তবে তাদের পরণেও সালোয়ার কামিজ দেখা গেছে। পর পর তিনটি ভিডিও দেখে কার্যত দশকরা হা হয়ে গেছেন। ২ মাস আগে ‘Tashan Haryanvi’ ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৯ লক্ষের থেকেও বেশি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও।

সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে স্বপ্না সহ বাকি দুজনের উদ্দেশ্যে। কেউ লিখেছেন -‘স্বপ্নাজি তুমি ভগবানের দান যেমন প্রতিভা তেমন সৌন্দর্য’। আবার কেউ লিখেছেন -‘সবার পারফরমেন্স জাস্ট বম্ব’। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন এই শিল্পীরা।