‘বান্দুক চালেগি’, ভরা মঞ্চে স্কিন টাইট পোশাকে উদ্দাম নেচে ঝড় তুললেন ‘হট বম্ব’ স্বপ্না চৌধুরী, ব্যাপক ভাইরাল ভিডিও

Sapna Choudhary Dance: স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) ও তার নাচ নিয়ে দর্শকরা কতটা উৎসাহিত থাকে তা নিশ্চয়ই আপনাদের আলাদা করে বলার দরকার হবে না। তবে স্বপ্নার ওপেন স্টেজ শো গুলি মানুষের সব থেকে পছন্দের। এই নৃত্য কলা দিয়েই তো তিনি আরও বিভিন্ন দিকে পা বাড়িয়েছেন। যেমন রিয়ালিটি শো থেকে বলিউড সিনেমায় অভিনয় আবার পাঞ্জাবি মিউজিক ভিডিও থেকে হরিয়ানভী গানে সব কিছুতেই এখন বর্তমান স্বপ্না চৌধুরী দাপট দেখাচ্ছেন।
তবে আবারো পুরোনো তার একটি ওপেন স্টেজ শোয়ের নাচের মুহূর্ত ভাইরাল হয়েছে। যেখানে চুমকির ডিজাইন করা হলুদ রঙের সালোয়ার-কামিজ পরেছেন তিনি। সাথেই বুঁকের উপরে ছড়ানো আছে ওড়না। দুর্দান্ত লাস্যময়ী নাচের মাধ্যমে মন কেড়েছে নেটিজেনদের। বিখ্যাত হরিয়ানভি ‘বন্দুক চালেগি’ গানের সাথে নাচ করেছেন তিনি। স্টেজের সামনে শত শত দর্শক নাচ দেখে ব্যাপক আনন্দ পেয়েছে।
‘Trimurti Cassettes’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিলো ৩ বছর আগে। এখনও পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই লক্ষ লক্ষ লাইক ও প্রচুর কমেন্ট এসেছে স্বপ্নার উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি স্বপ্না চৌধুরী কিন্তু বিবাহিত। তার একটি পুত্র সন্তানও আছে। তবে তার জীবনের আরও খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই স্বপ্না চৌধুরীর ইনস্টাগ্রাম একাউন্টটি ফলো করুন।