স্বামী বাবা হবার যোগ্য নয়, গর্ভবতী হলেন ‘সাঁঝের বাতি’-এর চারু, জল্পনা তুঙ্গে টলিপাড়ায়!
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল সাঁঝের বাতির চারু অর্থাৎ দেবচন্দ্রিমাকে কেই না চেনে। সাঁঝের বাতি সিরিয়ালে মুখ্য চরিত্রে তাঁর অভিনয় সকল দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি সিরিয়ালে খুশির আবহাওয়ার মধ্যেও এল এক নতুন টুইস্ট। আর্য-চারুর জীবনে সুখ যেন ধরা দিতে গিয়েও দিল না।
আর্য- চারু এক হলেও তাঁদের উপর থেকে বিপদ কিন্তু এখনও কমেনি। সিরিয়ালে চারু মা হতে চললেও অন্যদিকে ডাক্তার আর্যকে বলে সে নাকি কোনদিনও বাবা হতে পারবে না। এদিকে চারু যখন চুমকিকে এসে বলে তাঁদের সন্তানের কথা ঠিক তখনই আর্য বলে এ হতে পারে না। এই বাচ্চা তাঁর নয়। তাহলে এবার কোনদিকে মোড় নেবে তাঁদের সম্পর্ক। কাছে এসেও কি দূরে সরে যাবে একেঅপরের থেকে? এই সব নিয়েই এগোচ্ছে সিরিয়ালের গল্প।
তবে, রিল লাইফে দেবচন্দ্রিমা অর্থাৎ আপনাদের চারু বিবাহিত এমনকি সন্তানসম্ভবনা হলেও রিয়েল লাইফে কিন্তু সে অবিবাহিত। এমনকি তাঁর মনের মানুষও রয়েছে। আর সেও একজন অভিনেতা। তাঁদের প্রেমের কথা কারোরই অজানা নয়। তাঁদের খুল্লামখুল্লা প্রেমালাপ সবসময়ই নজরে এসেছে নেটিজেনদের।
তাঁদের দুজনের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। চ্যানেলটির নাম দ্যা কনফিউস ড বক্স। যেখানে তাঁরা খাওয়া-দাওয়া, রেস্তোরাঁ রিভিউ সংক্রান্ত ব্লগ বানান তাঁরা। তবে, সম্প্রতি সাঁঝের বাতি সিরিয়ালে মা হতে চলেছেন চারু। আর সেই কারণেই তাঁর প্রেগনেন্সির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। এক মুখ হাসি নিয়ে একটি বাহা শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সেখানে বেবি বাম্প স্পষ্ট। তাঁকে এই লুকে বেশ মিষ্টিও লাগছে। সম্প্রতি চারুর এই মাতৃত্বের নতুন লুক বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।