সারা শরীরে ডাইপার জড়িয়ে রেল লাইনের উপর উদ্দাম নাচ স্যান্ডি সাহার, ভাইরাল ভিডিও

নারী দিবসে স্যানিটারি প্যাড গায়ে মুড়ে স্যান্ডি সাহা সকলকে চমকে দিয়েছিলেন। শুধু তাই নয়, মাটির হাঁড়ি, ডিমের ট্রে, কলা পাতা এসব কিছুতেই রাস্তার মাঝে উৎপাটাং কর্মকান্ডের দেখা গেছে তাকে। তবে তিনি যে থেমে যাওয়ার পাত্র নন সেটা বুঝতে বাকি নেই কারোরই। যে কারনে আবারো একটি হাস্যরসে ভরা ভিডিও নিয়ে হাজির হয়েছেন তিনি।
ভিডিওর শুরুতেই দেখা গেল স্যান্ডি সাহাকে কার্যত ঘিরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। আবার কি করলো স্যান্ডি? পুরো শরীরে জড়িয়েছে ডাইপার। শুনতে অবাক লাগলেও স্যান্ডির কর্মকান্ড দিন দিন হয়ে উঠছে চক্ষু লজ্জা। যে কারণে এই ভিডিও দেখেও খুবই ক্ষেপে উঠেছেন অনেকেই। ভিডিওর শুরুতেই প্লাটফর্মে দাঁড়িয়ে গায়ে ডাইপার জড়িয়ে নাচ করছেন তিনি।
এক ব্যক্তির কাছে গিয়ে সে হাত টেনে তার সাথেও নাচতে শুরু করলেন স্যান্ডি। রেল লাইনের মাঝে তো কখনও রাস্তায় ভ্যানের উপরে দাঁড়িয়ে কার্যত এমন নাচ আগে কখনও দেখেননি সকলে। ডাইপার বিখ্যাত কোম্পানি ‘মাম্মি পোকো প্যান্ট’ বিজ্ঞাপনের অডিও ফাইলটি ব্যাকগ্রাউন্ডে চলতে শোনা যাচ্ছে অনবরত।
View this post on Instagram
এখনও পর্যন্ত ৩৩ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। কেউ বলেছেন -‘এইভাবে দিন কাটানো যাবে না’ তো কেউ লিখেছেন -‘কাজ করুন, এইভাবে কি আর সেলিব্রিটি হওয়া যায়?’ কার্যত সব মানুষই তার এই কর্মকান্ডকে তীব্র নিন্দা জানিয়েছেন। আপনার কেমন লাগছে এই ভিডিও? দেখার পরে নিজস্ব মতামত অবশ্যই জানাবেন।