×
EntertainmentVideoViral Video

উরফির বেস্ট ফ্রেন্ড! কন্ডোমের পোশাক পরে প্রকাশ্যে রাস্তায় স্যান্ডি, তুমুল ভাইরাল ভিডিও

অদ্ভুত পোশাকে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে, স্যান্ডির ট্যালেন্টের কাছে ডাহা ফেল উরফি। তেমনটাই মত নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইউটিউবার (Youtuber) তথা ইনফ্লুয়েন্সর স্যান্ডি সাহাকে (Sandy Saha) কেই না চেনেন। তার আজব আজব কান্ড কারখানার জোরে তিনি এখন সকলের কাছেই পরিচিত মুখ।

কখনও কাদা মেখে আবার কখনও নিজের মতো অদ্ভুত ভাবে সেজে উঠে আসেন সংবাদের শিরোনামে। এমনকি নাইটি পরেও তাকে রাস্তা ঘাটে ঘুরতে দেখা যায়। আর তার এই নাইটি পড়ার দৌলতে সে বেশি জনপ্রিয় হয়েছে নাকি নাইটিকে বিখ্যাত করেছে তা বোঝা বেশ মুশকিল। তবে, এবার ভালোবাসার দিনে তার কান্ড কারখানা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।

কন্ডোমের পোশাক পরে এদিন রাস্তায় নামলেন স্যান্ডি। ভ্যালেন্টাইন্স উইকে হোটেলের বাইরে এত কন্ডোমের ছড়াছড়ি তা ব্যবহার করেই নাকি এসব বানিয়েছেন তিনি। তেমনটাই দাবি স্যান্ডির। এদিন নিজেকে ‛নিরোধ পরী’ বলে তিনি দাবি করেন। তবে, এমন সাজই নয় অদ্ভুত সেজে গড়ের মাঠ, ভিক্টোরিয়ায় তাকে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে। এমনকি ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে।

এদিন কন্ডোমের পোশাক পরে নেটিজেনদের উদ্যেশে একটি বার্তাও দেন স্যান্ডি। লিখেছেন যে, ‛কন্ডোম সবার সামনে বলা বা কেনা খারাপ কিছু নয়। কন্ডোম ব্যবহার করলে আনওয়ান্টেড প্রেগনেন্সি বা কোন রকম এসটিডি র হাত থেকে রক্ষা পাই আমরা। তাই সকলের উদ্দেশ্যে বলি, না এড়িয়ে এই ব্যাপার নিয়ে খোলাখুলি কথাবার্তা বলুন এবং মানুষকে ব্যবহার করার পরামর্শ দিন’।

তবে, স্যান্ডির এই রূপ দেখে অনেকেই যেমন মজা পেয়েছেন আবার কেউ কটাক্ষ করেছে। কেউ আবার তাকে উরফি জাভেদের বেস্ট ফ্রেন্ডও বলেছেন। তবে, এসবের পাশাপাশি সিরিয়ালের পর্দাতেও নাম লিখিয়েছেন স্যান্ডি।