Sandy Saha: ডায়পার পরে রেল লাইনের উপর নাচানাচি, পুলিশের হাতে আটক স্যান্ডি! হল চরম শাস্তি?

‘ডাইপার’ পরে রেল লাইনের উপর নাচানাচি করার খেসারত দিতে হয়েছে স্যান্ডি সাহাকে (Sandy Saha)। আগের সেই ভিডিওর চক্করে রেল পুলিশ ডেকে পাঠিয়েছিল তাঁকে। পুলিশের কাছ থেকে ডাক পেয়ে স্যান্ডি নিজেই পৌঁছেছিলেন হাবড়া জি. আর.পি পুলিশের কাছে। সেখানে পুলিশের আধিকারিকরা খানিকক্ষণ তাঁর সঙ্গে কথা বলার পর ছেড়ে দেন স্যান্ডিকে। তবে জানা যাচ্ছে তার থেকে মোটা টাকা জরিমানা নিয়েছেন।
স্যান্ডি যদিও নিজের ডাইপার পরা নিয়ে পিছু হটতে রাজি নয়। হাবড়া আরপিএফ অফিসের বাইরে দাঁড়িয়েই মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বলেন- ‘রেলওয়ে ট্র্যাকে দাঁড়িয়ে নাচ করা উচিত হয়নি। তবে যে লাইনে করেছিলাম সেটা দিয়ে ট্রেন চলাচল করে না। জানতাম না সেটা বেআইনি। তবে আগে আমি সেখানকার লোককে জিজ্ঞেস করেছিলাম। ওনারা বলেছিল ওই লাইনে ট্রেন চলে না। রেলওয়ে ট্র্যাকে যাওয়া শুধু নয় এমনকি ফোটো তোলা, নাচ করা সবই বেআইনি তাই আমি এখানে ফাইন দিতে এসেছি।”
এখানেই থামেনিন স্যান্ডি। তিনি আরও যোগ করে বলেছেন -‘আমি বাচ্চার বিরিয়ানি খেতে এসেছিলাম। অনেক ভ্লগাররাই আসে। কিন্তু আমাকে দেখে লোক জড়ো হয়েছে। আমাকে এমনিতেই সবাই বেশি ভালোবাসে। পুলিশের বক্তব্য অনুযায়ী আমাকে আগে থেকে জানিয়ে আসা উচিত ছিল’। তবে এই জরিমানা ও জিজ্ঞাসা বাদের পরে কি স্যান্ডি সাহা একটু ঠিক হবেন? নেটিজেনরা যদিও বলেছেন পুলিশ একদম উচিত কাজ করেছেন।
তবে স্যান্ডি সাফ জানিয়ে দেন, ডায়পার পরা নিয়ে তিনি কোনওভাবেই লজ্জিত নন। কী ধরণের পোশাক তিনি পরবেন তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত ব্যাপার। ২৭ মার্চ নিজের সোশ্যাল সাইটে ভিডিয়োটি পোস্ট করেছিলেন স্যান্ডি। হাবড়ার হঠাৎ ভাইরাল হওয়া বিরিয়ানির দোকান বাচ্চার বিরিয়ানি-তে ভ্লগ বানাতে গিয়েছিলেন ডায়পার দিয়ে পোশাক বানিয়ে। শুধু তাই নয় এর আগেও মাটির হাঁড়ি, ডিমের ট্রে, কলা পাতা এসব কিছু দিয়ে পোশাক বানিয়ে রাস্তার মাঝে নাচ করতে দেখা গেছে তাকে।