‘খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন’, প্রকাশ্যে রাস্তায় মাথায় হাঁড়ি নিয়ে নাচ স্যান্ডি সাহার, ভাইরাল ভিডিও

স্যান্ডি সাহা (Sandy Saha) নামটা শুনলেই কার্যত নতুনত্ব ও বিতর্কিত কিছু হবেই তা বলার অপেক্ষা রাখে না। এবার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে শরীরে হাঁড়ি বেঁধে উদ্দাম নাচ দেখালেন তিনি। তবে এই নাচ যে কতটা বিতর্ক তৈরী করেছে স্যান্ডিকে নিয়ে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম থেকেই স্যান্ডির কর্মকান্ডে নেটপাড়ার একাংশ সর্বদা ক্ষিপ্ত থাকে। ফেসবুক ভিডিও থেকে উঠে আসা স্যান্ডি সাহা ইউটিউবের মাধ্যমে পরবর্তী সময়ে প্রচুর নাম অর্জন করে। বিভিন্ন কমেডি ভিডিও তৈরী করতো মূলত সে। এমনকি হিন্দি রিয়ালিটি শোতেও দেখা গেছে তাঁকে।
তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শরীরে দুটি মাটির হাঁড়ি বেঁধেছে। তবে কিন্তু যে সে হাঁড়ি হয়, খেজুরের রস যে হাড়িতে রাখা হয় সেই হাঁড়ি। গ্রাম বাংলায় খেজুরের রস খুবই জনপ্রিয় ও দুর্দান্ত একটি পানীয়। শীতের সকালে খেজুর গাছ কেটে এই রস বিক্রি করেন অনেকেই। এবার প্রকাশ্য রাস্তার মধ্যে স্যান্ডিকে সেই খেজুর গাছের রসের হাঁড়ি বেঁধে নাচ করতে দেখা গেল।
পরনে তাঁর প্রিন্টেড একটি স্কার্ট ও বুকে তিনি বেঁধেছেন দুটি হাঁড়ি। নাচের সময় নিজের হাতে মাথায় একটি হাঁড়ি ধরে থাকতেও দেখা গেল তাঁকে। রাস্তার পাশের সব মানুষ কার্যত দেখে চোখ বড়ো করে তাকিয়ে আছে। শরীর দুলিয়ে এমন উদ্দাম নৃত্য দেখে হেসে লুটোপুটি খেয়েছেন দর্শকরা। গায়িকা অর্পিতা চক্রবর্তীর বিখ্যাত ‘খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন’ গানে নাচ করেছেন তিনি।
যদিও মজাদার এই ভিডিওতে আপাতত ১ লক্ষ ৮৮ হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। তবে কটূক্তিকর বক্তব্য করতে কেউ পিছপা হননি। কেউ লিখেছেন -‘বাংলার নতুন উরফি জাভেদ’। দ্বিতীয়জন বলেছেন -‘এই পাগলটাকে এবার বাংলা থেকে তাড়িয়ে দেওয়া উচিত, সমাজ খারাপ করছে’। তো অনেক মানুষ স্যান্ডির এই কর্মকান্ডে বেশ খোশমেজাজে ধরা দিয়েছেন।