বলিউড সুপারহিট গানে নাইটি পরে বিদেশের রাস্তায় উদ্দাম নাচ স্যান্ডির, ভিডিও দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা
এবার আবারও একবার নাইটি পরেই স্যান্ডি সাহাকে (Sandy Saha) রাস্তার মাঝে নাচতে দেখা গেল। ‛Mr s Mrs Khiladi’ সিনেমার ‛Akela Hai Mr. khiladi’ গানে নাচতে দেখা যাচ্ছে।

Sandy Saha Dance: নাইটি পরে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইউটিউবার (youtuber) তথা ইনফ্লুয়েন্সর স্যান্ডি সাহা (Sandy Saha) চেনেন। তার আজব আজব কান্ড কারখানার জোরে তিনি এখন সকলের কাছেই পরিচিত মুখ। কখনও কাদা মেখে আবার কখনও নিজের মতো অদ্ভুত ভাবে সেজে উঠে আসেন সংবাদের শিরোনামে। এমনকি নাইটি পরেও তাকে রাস্তা ঘাটে ঘুরতে দেখা যায়। আর তার এই নাইটি পড়ার দৌলতে সে বেশি জনপ্রিয় হয়েছে নাকি নাইটিকে বিখ্যাত করেছে তা বোঝা বেশ মুশকিল।
তবে, এবার আবারও একবার নাইটি পরেই স্যান্ডি সাহাকে (Sandy Saha) রাস্তার মাঝে নাচতে দেখা গেল। ‛Mr s Mrs Khiladi’ সিনেমার ‛Akela Hai Mr. Khiladi’ গানে নাচতে দেখা যাচ্ছে। লাল রঙের নাইটি ও পায়ে জুতো পরে নিজের মতো করে নাচতে দেখা যাচ্ছে স্যান্ডিকে। ভিডিও শেয়ার করে স্যান্ডি ক্যাপশনে লিখেছেন যে, ‛যখন নাইটি পরে বিদেশে যাওয়া হয়’। ভিডিও শেয়ার করতেই ১৭ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
এমনকি একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কি সাংঘাতিক’। আবার কেউ লিখেছেন ‛ইউ আর রক’। আবার কেউ হাসির ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট বক্স। নেগেটিভ পাবলিসিটি দিয়েই তিনি বারবার লাইমলাইটের আলোয় আসেন। আবার কখনোও দুস্টু দুস্টু ভিডিও বানিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এসেছেন। তাঁর কথা বলার ধরণ দেখলে রীতিমতো হেসে লুটোপুটি খায় আমজনতা। সম্প্রতি স্যান্ডির এই পোস্ট করা ভিডিও (Video) হু হু করে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।