Sandipta Sen: যিশু সেনগুপ্তের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী সন্দীপ্তা!

ফের ঘরে ফিরছে ঘরের মেয়ে! তাও আবার অভিনেতা তথা প্রযোজক যীশু সেনগুপ্তর (Jisshu Sengupta) হাত ধরে। বর্তমানে তেমনটাই গুঞ্জন টেলিপাড়ায়। টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেন কে (Sandipta Sen) নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। একসময় স্টার জলসার পর্দায় ‛দুর্গা’ ধারাবাহিক দিয়ে পা রেখেছিলেন টিভির পর্দায়। এরপর একের পর এক ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের।
View this post on Instagram
শেষবার তাকে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‛করুনাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে মা সারদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর তারপর থেকে আর তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। বরং একেরপর এক ওয়েব সিরিজ ও রিয়েল লাইফ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী। টেলিভিশনের (Television) দর্শকদের কাছে সন্দীপ্তা (Sandipta Sen) খুবই জনপ্রিয়। একাধিক ধারাবাহিকে সুদক্ষ অভিনয়ের মাধ্যমে মনজয় করে নিয়েছেন সকলের।
View this post on Instagram
আর তাইতো তাকে ছোটপর্দায় না পেয়ে একপ্রকার মনখারাপই হয়েছিল অনুরাগীদের। তবে, এবার বোধহয় অনুরাগীদের সেই মনখারাপ কাটার পালা। কেননা, টেলিপাড়ায় জোর গুঞ্জন প্রযোজক যীশু সেনগুপ্তর সংস্থার তৈরি নতুন ধারাবাহিকে দেখা মিলবে অভিনেত্রীর। যদিও এই বিষয়টি নিয়ে কোনোরকম মন্তব্যই করেননি সন্দীপ্তা (Sandipta Sen)। বরং গোটা বিষয়টিই তিনি রহস্যের চাদরে মুড়ে রাখতে চাইছেন।
View this post on Instagram
কিছুদিন ধরেই যীশু উজ্জ্বল সেনগুপ্তর অফিসে বারবার দেখা মিলছে সন্দীপ্তাকে (Sandipta Sen)। কেননা সেখানেই নাকি সন্দীপ্তার আগামী প্রজেক্টের লুক সেট হচ্ছে। এর আগেও স্টার জলসার ‛গাঁটছড়া’ ধারাবাহিকের অফার ফিরিয়ে দিয়েছিলেন সন্দীপ্তা। তবে এবার আর ফিরিয়ে নয় এবার ছোট পর্দাতেই ফিরছেন অভিনেত্রী। সবমিলিয়ে পেশাদার জীবন ও ব্যক্তিগত জীবন দুটোই সমান তালে সামলে চলেছেন অভিনেত্রী।