×
EntertainmentViral Video

Shona Shona গানে জমিয়ে নাচ করলেন অভিনেত্রী সন্দীপ্তা, তুমুল ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন। সিরিয়ালের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৯ সালে স্টার জলসায় অভিনীত ‘দূর্গা’ সিরিয়াল দিয়েই তার অভিনয় জগতে পদার্পন হয়। এরপর টাপুর টুপুর সিরিয়ালে টাপুর এর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে।

জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৮৬ সালের ২৭ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম রিঙ্কি এবং স্যানডি। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী যত দিন যাচ্ছে ততই যেন তার গ্ল্যামার বেড়ে চলেছে। তাঁকে দেখলে বোঝার উপায় নেই যে তার এত বয়স।

ADVERTISEMENT

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তিনি জনপ্রিয়তার শীর্ষে। ছবি, ভিডিও, ফোটোশুটে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছেন টলিপাড়ার এই  ক্যুইন। তবে, সম্প্রতি তিনি একটি ভিডিও তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন।

আর সেখানে তাঁকে একটু ঢং করে “সোনা সোনা’ গানে এক্সপ্রেশন দিতে দেখা গেছে। তাঁর পরনে রয়েছে একটি কালো রঙের জ্যাকেট ও ডান হাতে একটি ঘড়ি। সম্ভবত তিনি হোটেল রুমের মধ্যে বসেই এই ভিডিওটি শ্যুট করেছেন।

কিছুদিন আগেও পাহাড়ের কোলে নো মেকাপ লুকে “দিল জুলাহা” গানে নেচে রীতিমতো নজর কেড়েছেন নেটিজেনদের। আর সম্প্রতি তার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles