‘মেঘের পালক’, দুধ সাদা পোশাকে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ অভিনেত্রী সন্দীপ্তার, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

‛রোজ রোজ এভাবে বেহুঁশ হতে আর ভালো লাগে না’। সন্দীপ্তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ‛নটোবর নট আউট’ সিনেমার ‛মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে’ গানে অসাধারণ নৃত্য পরিবেশন সন্দীপ্তার (Sandipta Sen)। আর যা দেখে চোখ জুড়াবে আপনার। আশাকরি সন্দীপ্তার পরিচয় নতুন করে দেওয়ার পরিচয় নেই। বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি।
View this post on Instagram
‛দুর্গা’ ধারাবাহিক দিয়ে পা রেখেছিলেন টিভির পর্দায়। এরপর একেরপর এক ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। শেষবার তাকে জি বাংলার পর্দায় ‛করুনাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে মা সারোদা-র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। টেলিভিশনের (Television) দর্শকদের কাছে তিনি খুবই জনপ্রিয়। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী যত দিন যাচ্ছে ততই যেন তার গ্ল্যামারে পাগল করে তুলছেন সকলকে।
View this post on Instagram
নিজের উপর লাইম লাইট কিভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোই জানেন অভিনেত্রী। এমনকি তার প্রেম নিয়েও কম চর্চা হয়না নেটমাধ্যমে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ সন্দীপ্তা। মাঝে মধ্যেই রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি সন্দীপ্তা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে ‛মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে’ গানে নাচ করতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
যেখানে তার পরণে রয়েছে সাদা রঙের ফুলহাতা চুড়িদার। হালকা মেকআপে ধরা দিয়েছেন অভিনেত্রী। দুধ সাদা পোশাকে অভিনেত্রীকে দেখে যে অসাধারণ লাগছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক প্রশংসার বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন ‛রোজ রোজ এভাবে বেহুঁশ হতে আর ভালো লাগে না’। আবার কেউ লিখেছেন ‛ওয়াও’। আবার কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট বক্স।
View this post on Instagram
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সন্দীপ্তার নতুন ওয়েব সিরিজ ‛বোধন’। ওয়েবসিরিজটি মূলত তৈরি হয়েছে ধর্ষণ ও তার মানসিকতা নিয়ে। কলেজের একজন অধ্যাপিকার ভূমিকায় দেখা গিয়েছে সন্দীপ্তাকে। এর আগে অঞ্জন দত্ত (Anjan Dutta) পরিচালিত ‘মার্ডার ইন দ্যা হিলস’ ওয়েব সিরিজে ডাক্তারের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও ‛মর্ডান নারী’ মিউজিক ভিডিওতেও নিজেকে অন্যভাবে মেলে ধরেছিলেন সন্দীপ্তা।