কলকাতার রাস্তায় তুমুল নাচ অভিনেত্রী সন্দীপ্তার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন। সিরিয়ালের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৯ সালে স্টার জলসায় অভিনীত ‘দূর্গা’ সিরিয়াল দিয়েই তার অভিনয় জগতে পদার্পন হয়। এরপর টাপুর টুপুর সিরিয়ালে টাপুর এর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে।
জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৮৬ সালের ২৭ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম রিঙ্কি এবং স্যানডি। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী যত দিন যাচ্ছে ততই যেন তার গ্ল্যামার বেড়ে চলেছে। তাঁকে দেখলে বোঝার উপায় নেই যে তার এত বয়স।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তিনি জনপ্রিয়তার শীর্ষে। ছবি, ভিডি, ফোটোশুটে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছেন টলিপাড়ার এই ক্যুইন। তবে, সম্প্রতি তিনি একটি ভিডিও তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন।
আর সেখানে তাঁকে নিউটাউনের বিশ্ববাংলা গেটের নীচে ম্যায় জানু না জানু না গানের সঙ্গে তাল মিলিয়ে ছুটে আসতে দেখা যাচ্ছে। আর ভিডিও পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রীর এই ভিডিও দেখলে মনে হবে তিনি যেন এখনও সেই আঠেরোর কিশোরী। তাঁর বয়স যেন থমকে গেছে।