Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Entertainment

Salman Khan: সালমান খানের বডিগার্ড শেরার বার্ষিক বেতন লজ্জায় ফেলবে বড় বড় কোম্পানির সিইওদের

Bollywood Celebrities Bodyguard সেলেব্রেটিরা বাড়ির বাইরে বেরোলে মিডিয়া ও সাধারণ মানুষ কার্যত ঘিরে ধরে। এক এক সময় তাদের নিজেদের বেরোনোর পরিস্থিতি হয়ে ওঠে বেশ জটিল। এমন পরিস্থিতি কাটাতে সেলিব্রিটিরা ভরসা করে বডিগার্ডদের উপরে। তারা নিজেদের জীবন বাজি রেখে সেলিব্রিটিদের সুরক্ষা দেন। তবে আপনি জানলে চমকে যাবেন তাদের বেতন বড়ো বড়ো সরকারি চাকরি করা কিংবা ভালো ব্যবসায়ীদের থেকেও কয়েক গুন বেশি। আজ তেমনই কিছু বিশিষ্ট সেলিব্রিটিদের বডিগার্ড ও তাদের বেতন আপনাদের জানাবো।

১) Shahrukh Khan ও Ravi Singh:

Salman Khan: সালমান খানের বডিগার্ড শেরার বার্ষিক বেতন লজ্জায় ফেলবে বড় বড় কোম্পানির সিইওদের

শাহরুখ খানের সবসময়ের সঙ্গী রবি সিং। কিং খান যেখানে যান সেখানে সাধারণ মানুষের ভিড়ের পরিমান নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে রবি কিন্তু সম্পূর্ণ কিং খানকে সামলান যে কারণে বছরে ২.৭ কোটি টাকা বেতন পেয়ে থাকেন তিনি। যা বলিউডের সবথেকে বেশি বেতনের বডিগার্ড বলাই যায়।

২) Amitabh Bachchan ও Jitendra Shinde:

Salman Khan: সালমান খানের বডিগার্ড শেরার বার্ষিক বেতন লজ্জায় ফেলবে বড় বড় কোম্পানির সিইওদের

কোমরে কার্বিন গান নিয়ে অমিতাভের সর্বক্ষনের সঙ্গী জিতেন্দ্র। তার নিজস্ব সিকিউরিটি এজেন্সী আছে তা সত্ত্বেও তিনি বছরে ১.৫ কোটি টাকার বিনিময়ে বিগ বির খেয়াল রাখেন।

৩) Aamir Khan ও Yuvraj Ghorpade:

Salman Khan: সালমান খানের বডিগার্ড শেরার বার্ষিক বেতন লজ্জায় ফেলবে বড় বড় কোম্পানির সিইওদের

আমির খানের অনেকদিন এর সঙ্গী যুবরাজ। বডিবিল্ডার থেকেই তিনি এই কাজে যুক্ত হয়েছেন। আমির তাকে বছরে ২ কোটি টাকা বেতন দিয়ে থাকেন।

৪) Salman Khan ও Shera:

Salman Khan: সালমান খানের বডিগার্ড শেরার বার্ষিক বেতন লজ্জায় ফেলবে বড় বড় কোম্পানির সিইওদের

কেউ না চিনলে মনেই করবে ভাইজান ও শেরা হয়তো দুই ভাই। দুজনকে বহুবার ক্যামেরার সামনেও দেখা গেছে। ‘বডিগার্ড’ সিনেমাতে শেরা অভিনয়ও করেছিলেন। সূত্র মারফত জানা গেছে শেরা ২ কোটি টাকা বেতন নেন প্রতিবছর।