×
Entertainment

এবার বাজবে বিয়ের সানাই, অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সালমান খান!

একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক, এবং টেলিভিশন ব্যাক্তিত্ব হিসেবে সালমান খান কে কেই না চেনে। তাঁর পুরোনাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। ত্রিশ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তাঁর মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া দুটি ফ্লিমফেয়ার পুরস্কার। তিনি তাঁর অভিনয় সত্তাকে কাজে লাগিয়ে মন জয় করে নিয়েছে সকলের। এছাড়া, বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানকে বিশ্ব ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল অভিনয় শিল্পী হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়।

বর্তমানে টলিউড থেকে বলিউড বা বলিউড থেকে ক্রিকেটমহল সবখানেই চলছে বিয়ের মরসুম। সব সেলেবরা একে একে সেরে ফেলছেন বিয়ে। আর সেলেবদের বিয়ে মানেই অনুরাগীদের মাথায় আসছে বলিউডের ভাইজানের কথা। কারণ ভাইজানের এত নাম, ডাক, খ্যাতি, প্রতিপত্তি সব যেন কোথায় গিয়ে ফিকে হয়ে থাকে তাঁর প্রেমিকা বা স্ত্রী ছাড়া। অন্তত তাঁর ভক্তরা তেমনটাই মনে করেন।

আর তাই সকলের মনে একটাই প্রশ্ন যে, তাঁদের ভাইজান কবে বিয়ের পিঁড়িতে বসবেন। বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ে প্রেমে হাবুডুবু খেয়েছেন অনেকে তাবড় তাবড় অভিনেত্রীরা। কিন্তু অবশেষে এসে কোনো সম্পর্কই আর টেকেনি। সম্পর্ক থেকে শুরু করে বিচ্ছেদ সবেতেই শীর্ষে রয়েছে সাল্লু ভাই।

তবে, এত কিছুর মাঝে গতকাল ছিল সালমান খানের ৫৫তম জন্মদিন। আর সেই কারণেই করিনা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সালমানের সঙ্গে করিনা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন যে, “শুভ জন্মদিন” সালমান। আশা করছি খুব তাড়াতাড়ি তুমি বিয়ে করবে, পাশে কয়েকটি চোখ মারার ইমোজি দিয়ে ছবিটি পোস্ট করেন অভিনেত্রী। তবে, এই ক্যাপশন দিয়ে করিনা মজা করেছে নাকি আগুনে কিছুটা ঘি ঢেলেছে তা অবশ্য জানা যাবে ভাইজানের উত্তর পেলে।

ভাইজানের জন্মদিন উপলক্ষে মধ্যরাতে গ্যালাক্সির সামনে কেক নিয়ে উপস্থিত হন মিডিয়া। তবে, পাপরাজিৎ দের নিরাশ না করেই কেক কাটতে হাজির হন সাল্লু ভাই। তবে, প্রত্যেকবার তার জন্যদিনে যে, আয়োজন থাকে তাতে এবার ভাঁটা পড়েছে। এবছরের ৫৫ তম জন্মদিন তিনি পালন করবেন না বলে আগে থেকেই নোটিশ টানিয়ে দেন। তবে, সকলের প্রিয় সাল্লু ভাই কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই নিয়ে কিন্তু অনুরাগীদের উত্তেজনা এতোটাও কম হয় না। তবে, কবে তিনি বিয়ে করবেন আর আদেও করবেন নাকি তার উত্তর দেবে সময়ই। তবে, সম্প্রতি সাল্লু ভাইয়ের কেক কাটার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।