মামার পথেই ভাগ্নি! কলকাতায় এসে আয়াতকে নাচ শেখালেন সালমান খান, ভাইরাল ভিডিও

ভাগ্নি আয়াতের (Ayat Sharma) সঙ্গে মিষ্টি মুহূর্তে ধরা দিলেন ভাইজান সালমান (Salman Khan)। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। ইস্টবেঙ্গল ক্লাবের ‛দাবাং’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান। আর তার আগেই ভাগ্নির সঙ্গে করলেন খুনসুটি। ১৩ বছরের বিরতির পর শনিবার কলকাতায় হাজির হয়েছিলেন সালমান খান। আর তাকে স্বাগত জানাতে কোনো কসুরই রাখেনি রাজ্য সরকার। অনুষ্ঠান তো রয়েছেই কিন্তু রাজ্যের দিদির সঙ্গে দেখা করবেন না তা আবার হয় নাকি।
আর তাইতো শনিবার বিকেল ৪ টে নাগাদ কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে হাজির হয় অভিনেতা। সালমানের কালো ফরচুনার গাড়িটি গিয়ে থামে একেবারে দিদির বাড়ির সামনে। এরপরই সালমানের গলায় উত্তরীয় পরিয়ে তাকে অভিবাদন জানায় মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এমনকি আতিথেয়তা করে সালমানকে (Salman Khan) ফিশ ফ্রাই ও মিষ্টি খাওয়ান। এমনকি উপহার হিসেবে পান পাজামা ও পাঞ্জাবি সহ মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা একটি ছবি।
তবে, এসব তো হল। কিন্তু বর্তমানে যা নিয়ে নেটমাধ্যমে শোরগোল পড়েছে সেটা হল ভাগ্নি আয়াতকে (Ayat Sharma) সঙ্গে নিয়ে সালমানের (Salman Khan) নাচের ভিডিও (Video)। সম্প্রতি সালমানের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইল থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, কলকাতার ইভেন্টের আগে খুদে আয়াতকে হাত নাড়িয়ে নাচের স্টেপ শেখাচ্ছেন সালমান। মামাকে দেখে একইভাবে নাচের স্টেপ ফলো করছেন ওই খুদে।
সালমানের (Salman Khan) পরণে রয়েছে কালো টি-শার্ট, ম্যাচিং প্যান্ট ও কালো রঙের জুতো। সঙ্গে মেরুন রঙের একটি জ্যাকেটও ক্যারি করেছেন। আর ওদিকে খুদে আয়াতের পরণে রয়েছে গোলাপি রঙের পোশাক। সঙ্গে ম্যাচিং জুতো। গুটি গুটি পায়ে মামা-ভাগ্নির হেঁটে হেঁটে করা নাচের স্টেপ মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। আর এই ভিডিওর (Video) ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‛তু যো মিলা’ গান।
View this post on Instagram
ভিডিও (Video) শেয়ার করে সালমান (Salman Khan) ক্যাপশনে লিখেছেন যে, ‛মামুর পদাঙ্ক অনুসরণ করে’। সালমানের বোন অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মার মেয়ে হলেন আয়াত। তাদের একটি পুত্র সন্তানও আছে। যার নাম আহিল। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) মামা ও ভাগ্নির এই মিষ্টি ভিডিও (Video)।