×
EntertainmentViral Video

সালমান খানের গায়ে হাত তুললেন বোন অর্পিতার স্বামী! তুমুল ভাইরাল ভিডিও

বিয়ে হয়েছে ৬ বছর আগেই। খুবই জাকজমক ভাবে বিয়ে হয় তাঁদের। তা তো হবেই। বলিউডের ভাইজানের বোন বলে কথা। এতদিন দিব্যি সুখেই সংসার করেছেন সালমান খানের বোন অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মা। ২০১৪ সালের ১৮ নভেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু হঠাৎ কি এমন হলো যে, আয়ুষ তাঁর সালা সালমানের গায়ে হাত তুললেন। ভাইজানের প্রতিক্রিয়া কি তা জানার জন্য অস্থির তাঁর ভক্তরা।

আসলে ঘটনা কিন্তু অন্য। বাস্তবে আয়ুষ ও সালমানের সম্পর্ক খুবই ভালো আছে। আয়ুষ রিলে ভাইজানের বিরুদ্ধে হাত তুলেছেন। সম্প্রতি সলমন খান অভিনীত ‘অন্তিম’ সিনেমার প্রথম লুক মুক্তি পেয়েছে। যেখানে একজন শিখ পুলিস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন সলমন খান।

ADVERTISEMENT

‘অন্তিম’ সিনেমায় সলমনের লুক প্রকাশ্যে আসায় সলমন ভক্তরা টিজার দেখার অনুরোধ করে বসে। এরপর অপেক্ষার অবসান ঘটিয়ে ‘অন্তিম’-এর টিজার মুক্তি পায়। এই টিজারে ভগ্নিপতি আয়ূষ শর্মার সঙ্গে এক অ্যাকশন দৃশ্যে দেখা গেলো সালাম খানকে। আয়ুষ শুধু দৃশ্যে ছিলেনই না রীতিমতো সলমনের গায়ে হাত তুলেছেন।

সলমন খানের প্রযোজনা সংস্থা এসকেএফের তরফে ‘অন্তিম’-এর টিজার মুক্তি পেতেই তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ‘অন্তিম’-এ এক্কেবারে অন্য লুকে হাজির হন আয়ূষ শর্মা। সলমনের বিপরীতে নিজেকে কুখ্যাত গ্যাঙস্টার হিসেবে বেশ ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। আয়ূষ যে বেশ পরিশ্রম করেছেন, তা তার প্রথম লুক দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আয়ুষকে গ্যাঙস্টার হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে স্ত্রী সহ তাঁর ফ্যানেরাও।

ADVERTISEMENT

Related Articles