×
EntertainmentViral Video

অভিনয় ছেড়ে শেষে রান্নাবান্না শেখায় মন দিলেন সালমান খান, তুমুল ভাইরাল ভিডিও

ডিসেম্বরে ছিল নিজের ৫৫ তম জন্মদিন। বয়স তাঁর জন্য কেবল একটা সংখ্যামাত্র। এই বয়সেও বহু মেয়ের ক্রাশ তিনি। অবিবাহিত, তাই হয়তো ডিমান্ড টা একটু বেশিই। এতক্ষনে নিশ্চয় বুঝেই গেছেন কার কথা বলছি! আর কেউ নয় বলিউডের ভাইজানের কথা বলছি।

গত ২৭ ডিসেম্বর গেল তাঁর ৫৫ তম জন্মদিন। অন্যান্য বছর বেশ ধুমধাম করেই নিজের জন্মদিন উদযাপন করলেও এবছর আর বড় করে আর জন্মদিন উদযাপন করেননি। ছোট করে নিজের জন্মদিন আয়োজন করেছিলেন। কারণ আবার কি, অবশ্যই করোনা আবহ। এই করোনা আবহে গোটা লকডাউনে নিজের বাড়িতেই সময় কাটিয়েছেন অভিনেতা। সেই সময় নিজের ফার্ম হাউস থেকে নানান মুহূর্ত শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ার পাতাতে। কখনো ঘোড়াকে ঘাস খাওয়ানো তো কখনো মাটি খুঁড়তেও দেখা গিয়েছে।

ADVERTISEMENT

এই সবকিছুরই আপডেট খোদ সালমান খানের থেকেই পাওয়া। এসবের সাথে সাথে ভাইজান সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। তাঁর জীবনের নানান মুহূর্ত ও ছবি শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। এনার ইনস্টা হ্যান্ডেলে অনুসরণকারী সংখ্যা ৩৭ মিলিয়নেরও বেশি। প্রায়শই নিজের ওয়ার্কআউটের ভিডিও এবং ছবি শেয়ার করেই থাকেন। সবসময় ফিট থাকতে নিজের নিত্যদিনের খাবারে তেল-ঝাল-মশলা একদম নয়, নো জাঙ্ক ফুড। সপ্তাহে চারদিন দুপুরে শুধু ফল খেয়ে থাকেন সলমন। বাকি তিনদিন দুপরে সলমন ধোসা, ইডলি, উথ্থপম এসব খেয়ে থাকেন। মাঝে মাঝে চিট ডে পালন করে থাকেন।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সালমান খানকে রান্না করতে। কাঠের উনুনে আগুন জ্বালিয়ে হাড়িতেই মাংস রান্না করতে বেশ ব্যস্ত তিনি। শেফ সালমানের পরণে আছে একটি হালকা অরেঞ্জ ট্র্যাক প্যান্ট ও ব্ল্যাক টিশার্ট। তাঁকে সাহায্য করছেন তাঁর পাতানো দিদি এবং অভিনেত্রী বিনা কাক। তিনি নানা রকম মশলা এগিয়ে দিচ্ছেন ভাইকে। জিরের গুড়ো দেখে সলমন বলছেন এটাকে তিনি ভুসি বলেন। এই ভিডিয়োটি শেয়ার হতেই নিমেষে ভাইরাল। সালমানের এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকে বলছেন সালমান কি শেষে অভিনয় ছেড়ে এইসব কাজ করবেন।

ADVERTISEMENT

Related Articles