Entertainment

হয়ে গেছে ক্রিকেটকে বিদায় জানানোর সময়! এবার অ্যাকশন সিনেমার হিরো হবে ধোনি, যা বললেন সাক্ষী…

MS Dhoni: রাঁচির রাজপুত্র মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তবে তাঁকে ভালোবাসেন গোটা ভারতবর্ষের মানুষ। ধোনিকে নিয়ে সবচেয়ে বেশি আবেগপ্রবণ চেন্নাইবাসী। সেখানেই যেন দ্বিতীয় ঘর রয়েছে ক্যাপ্টেন কুলের। 2008 সালে চেন্নাইয়ের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেট দুনিয়ার প্রাক্তন অধিনায়কের। দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। অনেকেই প্রিয় ক্রিকেটারকে দেখতে চান রাজনীতির ময়দানে। অনেকেই আবার দেখতে চান রুপোলি পর্দায়। আর এবার এই বিষয় নিয়েই মুখ খুললেন মাহির পত্নী সাক্ষী।

খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ধোনি এন্টারটেইনমেন্ট ব্যানারের প্রথম ছবি ‘এলজিএম’। এই সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার (MS Dhoni)। আর এবার সেই ছবির প্রচারে গিয়েই ধোনির সম্পর্কে গোপন রহস্য ফাঁস করে দিলেন তাঁর স্ত্রী। ক্যামেরার সামনে তিনি জানালেন, ‘অভিনয় দুনিয়ায় পা রাখতে পারেন মাহি’।

এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শোরগোল। তবে কী এবার সিনেমায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? এই প্রশ্নই তুলেছেন নেট নাগরিকরা। আসলে এক সাংবাদিক সাক্ষাৎকারে ধোনির পত্নীকে প্রশ্ন করা হয়, অভিনয় জগতে কখনো দেখা যাবে কিনা ক্যাপ্টেন কুলকে। জবাবে তিনি বলেন, ‘ক্যামেরা মোটেই ভয় পান না মাহি। যদি ভালো স্ক্রিপ্ট হয় তাহলে তিনি অভিনয় করতেই পারেন’।

উল্লেখ্য, 2006 সাল থেকেই বিভিন্ন বিজ্ঞাপনে মুখ দেখাচ্ছেন ক্যাপ্টেন কুল। সুতরাং ক্যামেরার সামনে অভিনয় করতে মোটেই ভয় পান না তিনি। ভালো স্ক্রিপ্ট এবং অ্যাকশন ছবির অফার আসলে মোটেই সেই অফার তিনি ফিরিয়ে দেবেন না। সেই ইশারাই দিয়ে দিলেন ধোনির স্ত্রী সাক্ষী।