‘জীবনে কি পাবো না’, ‘দাদাগিরি’-র মঞ্চে গিটার বাজিয়ে দুর্দান্ত গান সিড-মিঠাইয়ের পুত্র শাক্যর! প্রশংসায় ভরালেন সৌরভ

দাদাগিরি-র মঞ্চে গিটার বাজিয়ে ‛জীবনে কি পাবো না’ গান গেয়ে সকলকে মুগ্ধ করেছিলেন সিড-মিঠাইয়ের ছেলে শাক্য
(Dhritishman Chakraborty)। চলতি কথায় একটা লাইন হল ‛ছোটা পাটাকা বড় ধামাকা’। আর এই কথা একেবারে প্রযোজ্য ধৃতিষ্মানের ক্ষেত্রে। বর্তমানে তার বয়স পাঁচ বছর। কিন্তু তাতে কি এই বয়সেই তার মাথায় উঠছে সেরার সেরা মুকুট। এই খুদে অভিনয় ছাড়াও কিন্তু আরও বেশ কিছু গুণের অধিকারী।
এই বয়সে ইতিমধ্যেই সে ৫ টি ভাষায় গান করে ফেলেছেন। যারমধ্যে রয়েছে অহমিয়া, বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা। এছাড়াও ধৃতিষ্মান ২০২১ সালে ‛ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book Of Records) এ জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয় এর আগে এই খুদের প্রতিভায় মুগ্ধ হয়ে নরেন্দ্র মোদি তাকে নিয়ে টুইটারে টুইটও করেছেন।
এমনকি আপনি জানলে অবাক হবেন যে, এই বয়সে ছেলেটি ‛রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেয়েছেন। ১১ মাস বয়স থেকে গান গাওয়া ধৃতিষ্মান ইতিমধ্যেই ৭০ টি গান গেয়ে ফেলেছেন। এরমধ্যে তাকে ‛ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ‛দাদাগিরি’-র মঞ্চে ধৃতিষ্মানের এই ভিডিওটি আরও বছর খানেক আগের। তখন সে আরও ছোট।
কিন্তু তাতে কি? কথা ঠিক করে বলতে না পারলেও গান কিন্তু সঠিকভাবে গেয়েছেন। আর তার গানের তালে নেচে উঠেছে স্টেজের বাকি খুদেরা। স্বভাবতই খুদের গান শুনে মুগ্ধ হয়েছিলেন দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সবমিলিয়ে এক জমজমাট পর্বের সাক্ষী থেকেছেন সকলেই।