Entertainment

দীর্ঘ অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে সব্যসাচী অভিনীত ‘রামপ্রসাদ’, সামনে এলো সম্প্রচারের দিনক্ষন

Advertisement

টেলিভিশনের পর্দায় ভক্তিমূলক সিরিয়াল নতুন নয়। তবে, ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রীরা যদি হয় পছন্দের তা নিয়ে তো দর্শকদের উন্মাদনা একটু বেশিই থাকে বৈকি। বেশ অনেকদিনই হয়ে গেল প্রকাশ্যে এসেছে ‛রামপ্রসাদ’-এর (Ramprasad) প্রোমো। কিন্তু তারপর থেকে একেবারে চুপ। কবে থেকে এই সিরিয়াল অন এয়ার হবে এমনকি কোন টাইমে দেখা যাবে তা কিছুই প্রকাশ করা হয়নি। আর সেই নিয়ে দর্শকদের মধ্যে চলছিল চাপানোতর।

দীর্ঘ অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে সব্যসাচী অভিনীত ‘রামপ্রসাদ', সামনে এলো সম্প্রচারের দিনক্ষন

অবশেষে দর্শকদের সব জল্পনা উড়িয়ে প্রকাশ্যে এল ‛রামপ্রসাদ’ অন এয়ার হওয়ার তারিখ ও সময়! তবে, নতুন সিরিয়াল আসলেই পুরোনো কোন সিরিয়াল বন্ধ হতে চলেছে সেই নিয়েও দর্শকদের মধ্যে জল্পনা কিছু কম থাকেনা। আর সেই জায়গায় বলে রাখি যে, সকলেই মনে করছেন যে, ‛গাঁটছড়া’ (Gantchhora) অথবা ‛গুড্ডি’ (Guddi) এই দুয়ের মধ্যে কারোর ঘাড়ে কোপ পড়তে পারে। তবে, আপাতত টিআরপি তালিকায় সেরা দশে নিজের জায়গা ধরে রেখে ‛গাঁটছড়া’।

দীর্ঘ অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে সব্যসাচী অভিনীত ‘রামপ্রসাদ', সামনে এলো সম্প্রচারের দিনক্ষন

আর সেই জায়গায় ‛গুড্ডি’-র হাল বেজায় খারাপ। এমনকি অনেক দর্শক তো এই সিরিয়াল বন্ধের দাবি তুলেছেন। সেক্ষেত্রে অনুমান করা যায় যে, রামপ্রসাদ আসতে এই সিরিয়ালকেই না জায়গা ছেড়ে দিতে হয়। সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) অফিসিয়াল পেজ থেকে আবারও একবার টিজার শেয়ার করে জানানো হয়েছে ‛রামপ্রসাদ’ সিরিয়াল আসার দিনক্ষণ। জানা যাচ্ছে যে, ১৭ এপ্রিল থেকে সোম থেকে রবি সন্ধ্যা ৬ টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক।

ঐন্দ্রিলা (Aindrila Sharma) চলে যাওয়ার পর এটাই সব্যসাচীর (Sabyasachi Chowdhury) প্রথম সিরিয়াল। ধারাবাহিকে তার স্ত্রী সর্বানীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুস্মিলি আচার্যকে (Susmili Acharjee)।  আর মা কালীর চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় অভিনেত্রী পায়েল দে (Payel Dey)-কে।

দীর্ঘ অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে সব্যসাচী অভিনীত ‘রামপ্রসাদ', সামনে এলো সম্প্রচারের দিনক্ষন

ধারাবাহিকের প্রোমো অনুযায়ী রামপ্রসাদ সর্বানীকে বিয়ে করে। আর বিয়ের পরই পালা বাসর রাত জাগার। আর সেখানেই কনের বান্ধবীরা নতুন বরের কাছে গান শোনার আবদার জানায়। আর তখনই মা কালীর ভক্ত রামপ্রসাদ গান ধরে ‛ডুব দে রে মন কালী বলে’। বাসর রাতে নতুন বরের মুখে এই গান শুনে রীতিমতো তাকে নিয়ে ঠাট্টা তামাশা করেন কনের বান্ধবীরা। আর তারপরই রেগে গিয়ে বাসর ঘর ছেড়ে বেরিয়ে যায় রামপ্রসাদ।

আর তখনই মা কালী হাজির হয় তার সামনে। রামপ্রসাদ মা কালীকে জিজ্ঞাসা করে যে ‛সংসারে থেকে কি মা কালীকে পাওয়া যায় না?’। তখনই মা কালী তাকে বলে ‛সংসার কি মা কে ছাড়া হয়? ওরা বোঝেনা, তুমিই প্রমান করবে সংসারে থেকেও মাকে পাওয়া যায়। এরপর আবার গান ধরে রামপ্রসাদ ‛ডুব দে রে মন কালী বলে’। ওদিকে মা কালী বলে ‛তোর গানই আমায় পৌঁছে দেবে সকলের ঘরে ঘরে’। এবার দেখার পালা এই সিরিয়াল কতটা মনে ধরে দর্শকদের।