×
Entertainment

প্রিয় মানুষ ঐন্দ্রিলাকে ছেড়ে এক মাস! কিভাবে নিজেকে সামলেছেন সব্যসাচী? জানালেন অভিনেতা

সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়! কথাটি যে কতটা অক্ষরে অক্ষরে সত্যি তা আর বলার অপেক্ষা রাখে না। আজ ১ মাস পার হয়ে গেছে ঐন্দ্রিলা (Aindrila Sharma) আমাদের ছেড়ে চলে গিয়েছেন। মাত্র ২৪ বছর বয়সে নিভে গিয়েছে ফুটফুটে-হাসিখুশি একটি প্রাণ। বর্তমানে অভিনেত্রীর স্মৃতিতেই দিন কাটছে তার পরিবার সহ আপনজনের। তার এই অকালমৃত্যু কেউই মেনে নিতে পারেননি। কিন্তু এই কেটে যাওয়া ১ মাসের মাথায় কেমন আছেন সব্যসাচী (Sabyasachi Chowdhury) তা জানেন কি?

প্রিয় মানুষ ঐন্দ্রিলাকে ছেড়ে এক মাস! কিভাবে নিজেকে সামলেছেন সব্যসাচী? জানালেন অভিনেতা -

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফ থেকে সব্যসাচীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। একমাসে নিজেকে কতটা সামলাতে পেরেছেন সেটাই জানতে আগ্রহী তার অনুরাগীরা। এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন যে, ‛আমি কিছুটা ঠিক আছি’। হ্যাঁ একবাক্যে এটাই জানিয়েছেন অভিনেতা। তিনি যে সময়ের সঙ্গে সঙ্গে কেবলমাত্র নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তা তাকে দেখেই বোঝা গিয়েছে।

প্রিয় মানুষ ঐন্দ্রিলাকে ছেড়ে এক মাস! কিভাবে নিজেকে সামলেছেন সব্যসাচী? জানালেন অভিনেতা -

নিজেকে নিয়ে এটুকুর বাইরে আর কিছুই জানাননি। এমনকি ঐন্দ্রিলাকে নিয়েও কোনো মন্তব্য করতে চান না বলে স্পষ্ট কথায় জানিয়েছেন। ঐন্দ্রিলা আজ আমাদের মাঝে নেই ঠিকই। কিন্তু তিনি চিরটাকাল বেঁচে থাকবেন তার সব্যর মধ্যে দিয়ে। তাদের এই ভালোবাসা সমাজের কাছে বড় নিদর্শন হয়ে থেকে যাবে। আজকালকার সমাজে যেখানে প্রকৃত ভালোবাসার চেয়ে অর্থ, প্রতিপত্তি, শারিরীক চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেখানে দাঁড়িয়ে তাদের ভালোবাসা সত্যি বিরল।

প্রিয় মানুষ ঐন্দ্রিলাকে ছেড়ে এক মাস! কিভাবে নিজেকে সামলেছেন সব্যসাচী? জানালেন অভিনেতা -

প্রেমিকার শেষ যাত্রায় তার পায়ে চুমু খেতেও দেখা গিয়েছিল সব্যসাচীকে। আর সেই দৃশ্য দেখে নড়ে উঠেছিল সবাই। একজন মানুষের প্রতি কতটা সম্মান, কতটা ভালোবাসা থাকলে সবার সম্মুখে নির্দ্বিধায় এই কাজটি করা যায় বলুন তো। বর্তমানে ঐন্দ্রিলার স্মৃতি আগলেই দিন কাটছে তার আপনজনের। ২০১৭ সালে ‛ঝুমুর’ ধারাবাহিকের সেট থেকেই সব্যসাচী ও ঐন্দ্রিলার দেখা হয়েছিল। এরপর প্রথমে বন্ধুত্ব তার প্রেম হয় তাদের।

প্রিয় মানুষ ঐন্দ্রিলাকে ছেড়ে এক মাস! কিভাবে নিজেকে সামলেছেন সব্যসাচী? জানালেন অভিনেতা -

কিন্তু সেই প্রেম, ভালোবাসা সবটাই সব্যর কাছে রেখে তারাদের দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। আপ্রাণ লড়াই চালিয়েও শেষে আর ফিরে আসতে পারেননি। অবশেষে ২০ নভেম্বর দুপুর ১২ টা ৫৯ মিনিট নাগাদ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।