সালমানের বিগ বসের বিরাট টাকার অফার ফিরিয়েছেন রুপঙ্কর বাগচী! কারন শুনলে প্রশংসা করবেন আপনিও

বাড়ির লোকের চেয়ে টাকা কখনই বড় নয় তার কাছে। আর সেই কারণেই বিগ বসের(Bigg Boss) প্রতিযোগী হওয়ার প্রস্তাব নাকোচ করলেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। পুজোর সময়টা পরিবারের সঙ্গেই কাটতে ভালোবাসেন গায়ক মশাই। আর তাই মুহূর্তেই ফিরিয়েছেন অফার। যদিও সালমানের এই বাড়িতে প্রবেশ করা মানেই বিরাট অঙ্কের টাকা। কিন্তু সেসব যে তার কাছে পরিবারের চেয়ে বড় নয় সেকথা স্পষ্টই জানিয়েছেন রূপঙ্কর।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রূপঙ্কর(Rupankar Bagchi) জানিয়েছেন যে, আয়োজকের তরফ থেকে তিনি অফার পেয়েছিলেন। তিন মাস নাকি ঘরবন্দী অবস্থায় থাকতে হবে। এমনকি বাড়িতেও ফোন করতে পারবেন না। আর এরই মাঝেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, লক্ষী পুজো ও কালি পুজো। আর পুজোর সময় পরিবার ছেড়ে দূরে থাকা তার কাছে একপ্রকার অসম্ভব বলেই জানিয়েছেন গায়ক।
এমনকি এও বলেছেন যে, পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকবে না এটা তার কাছে ভাবা রীতিমতো চাপের। বাড়ির লোকের চেয়ে টাকা কখনই বড় নয় তার কাছে। মাস কয়েক আগেই কেকে প্রসঙ্গে মুখ খুলে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন গায়ক। ফেসবুক লাইভ করে বলেছিলেন Who is KK? কেকে (Kk Demise) ভালো গায়ক। কিন্তু ওর ভিডিও দেখে আমি অনুভব করলাম ন্যাশনাল লেভেলে কেকের যা জায়গা সেই মতোন পশ্চিমবঙ্গের লেভেলে যারা যারা নাম করেছেন তাঁদের মধ্যে আমি, সোমলতা, ইমন, অনুপম, রাঘব, রুপম, ক্যাকটাস সবাই কেকের থেকে ভালো গাই।
আর তারপর আচমকা কেকের মৃত্যু হতেই
রূপঙ্করকে নিয়ে চলে কটাক্ষের বন্যা। গায়ক এই বিষয়ে ক্ষমা চাইলেও রীতিমতো আক্রমণাত্মক সুরে তাকে গালিগালাজ করা হয়। যদিও সেসব এখন অনেকটাই চাপা পড়েছে।
প্রসঙ্গত, অভিনেত্রী তথা নুসরত জাহানের বিগ বসে যাওয়া নিয়ে বেশ কানাঘুষো চলছে নেট মাধ্যমে।