Advertisement
Entertainment

Anurager Chhowa: সূর্যর মুখে ডিভোর্স লেটার ছুঁড়ে দিয়ে অপমানের জবাব দিল রূপা! জানুন আসল ব্যাপারটা

Advertisement
Advertisements

মায়ের কষ্ট সইতে না পেরে সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যর মুখের উপর ডিভোর্সের পেপার ছুঁড়ে দিল রুপা! ফের একবার জমজমাট পর্ব আসতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। যার সাক্ষী হতে চলেছেন দর্শকেরা। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, মিশকার (Mishka) বুদ্ধিতে ফের দীপাকে (Dipa) ডিভোর্স দেওয়ার জন্য মনস্থির করে সূর্য। আর একথা মিশকা গিয়েই দীপাকে জানায়।

Anurager Chhowa: সূর্যর মুখে ডিভোর্স লেটার ছুঁড়ে দিয়ে অপমানের জবাব দিল রূপা! জানুন আসল ব্যাপারটা

Advertisements

আর একথা শুনে তো দীপা ভেঙে পড়ে। বাজারের ব্যাগ রাস্তায় ফেলেই তড়িঘড়ি দীপা ছুটে আসে সূর্যর (Surya) কাছে। আর সেখান থেকেও তাকে খালি হাতে ফিরতে হয়। বরং সূর্যর কাছে এসে তাকে অপমানিত হতে হয়। ওদিকে মিশকা ল-ইয়ারকে দিয়ে ডিভোর্সের কাগজ তৈরি করিয়ে দীপার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু দীপা বাড়িতে না থাকায় সেটা রিসিভ করে রুপা।

Advertisements

Anurager Chhowa: সূর্যর মুখে ডিভোর্স লেটার ছুঁড়ে দিয়ে অপমানের জবাব দিল রূপা! জানুন আসল ব্যাপারটা

ওদিকে সূর্যর সঙ্গে দেখা করে বেরোনোর সময় রাস্তায় লাবন্যর সঙ্গে দীপার দেখা হয়। তারপর দীপা (Dipa) লাবন্যকে (Labanya) সব কথা খুলে বলে। লাবন্য দীপাকে আশ্বস্ত করে সে এই ডিভোর্স কিছুতেই হতে দেবে না। এরপর দীপা বাড়িতে ফিরে তার নামে আসা কাগজ খুলে দেখে যে সূর্য ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আর কাগজ দেখে তো ফের একবার ভেঙে পরে দীপা।

Anurager Chhowa: সূর্যর মুখে ডিভোর্স লেটার ছুঁড়ে দিয়ে অপমানের জবাব দিল রূপা! জানুন আসল ব্যাপারটা

কিন্তু এবারে রুপা (Rupa) তাকে ভরসা জোগায়। বলে সে থাকতে এসব কিছু হতে দেবেনা। এবার সেই তার বাবার ভুল ভাঙাবে। কিন্তু দীপা জানায় তার বাবার ভুল আর কোনোদিনই ভাঙবে না। এই কথা শুনে মনখারাপ হয়ে যায় রুপার। সে মনে মনে ভাবতে থাকে তাহলে কি সে কোনোদিনও ডাক্তারবাবুকে বাবা বলে ডাকতে পারবে না। যদিও তারপরেও সে দীপাকে (Dipa) বলে সব ঠিক হয়ে যাবে।

পরদিন রূপা (Rupa) গিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। মুখোমুখি হয় সূর্যের। স্পষ্ট জানিয়ে দেয় যে, সে এতদিন মুখ বুজে ছিল। কিন্তু এবারে আর সে কোনোভাবেই তার মায়ের কষ্ট সইবে না। এই বলে ডির্ভোসের কাগজ সূর্যের মুখের উপর ছুঁড়ে দেয়। সূর্য রুপার মধ্যে নিজের মা অর্থাৎ লাবন্য সেনের ছায়া দেখতে পায়। এমনকি মনে মনে এও ভাবতে থাকে যে, তার ও দীপার (Dipa) ডিভোর্সের জন্য রূপা কষ্ট পাচ্ছে।

তাহলে কি অবশেষে রুপার মুখের দিকে তাকিয়ে ডিভোর্স থেকে পিছিয়ে আসবে সূর্য? বর্তমানে এটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। তবে, প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛Tolly Media’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর (Video) সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়।