Entertainment

আমার মেয়ে রুপা, অবশেষে সূর্যের কাছে সত্যিটা স্বীকার করলো দীপা, তুমুল উত্তেজনা দর্শকমহলে

Advertisement
Advertisements

অবশেষে দীপা সূর্যর সামনেই স্বীকার করলো সেই রুপার মা! প্রকাশ্যে ধারাবাহিকের ভিডিও ক্লিপ। চলতি সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। ৮.৫ রেটিং নিয়ে বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। বছরের পর বছর ধরে সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই চলেছে। যা এখনও বহমান। আর এই সবকিছুর মূলে রয়েছে মিশকা। নিজে যেহেতু সূর্যকে পায়নি তাই সে সূর্য-দীপার ঘর ভেঙেছে।

আমার মেয়ে রুপা, অবশেষে সূর্যের কাছে সত্যিটা স্বীকার করলো দীপা, তুমুল উত্তেজনা দর্শকমহলে

এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও সূর্য দীপাকে ভুল বুঝে চলেছে। বর্তমানে সূর্য-দীপার মেয়ে বড় হয়েছে। তাদের নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। সম্প্রতি ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, কবীর রুপাকে নিতে আসলেও সূর্য রুপাকে তার কাছ থেকে নিয়ে যায়। এমনকি নিয়ে যায় দীপার কাছে। যদিও তার কাছে গিয়ে বলে সে রুপাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে।

আমার মেয়ে রুপা, অবশেষে সূর্যের কাছে সত্যিটা স্বীকার করলো দীপা, তুমুল উত্তেজনা দর্শকমহলে

এসব শুনে তো দীপা কান্নায় ভেঙে পড়ে। আর তখনই রূপা জানায় সেই রুপার মা। কিন্তু তারপরেও সূর্য ভুল বোঝে দীপাকে। পুরোনো অতীত টেনে কথা শোনায় দীপাকে। কিন্তু দীপা আগে যা বলেছে আজও তার মত একই। সে আগেও অগ্নিপরীক্ষা দেয়নি। আজও দেবেনা। আর তারপরই সূর্য বাড়ি ফিরে যায়। তার মা সহ পরিবারের সবার কাছে প্রশ্ন তোলে তাকে কেন জানানো হয়নি সোনার ফুল মা কে আর রুপার মা কে।

আমার মেয়ে রুপা, অবশেষে সূর্যের কাছে সত্যিটা স্বীকার করলো দীপা, তুমুল উত্তেজনা দর্শকমহলে

যদিও লাবণ্য সহ বাড়ির সকলেই তাকে কোনোমতে বুঝিয়ে শান্ত করে নেয়। ওদিকে উর্মির সাধের আয়োজন সহ বাড়িতে পুজো হবে সেই কথাও ওঠে। এরই মাঝে মিশকা এসে হাজির হয়। দরজায় দাঁড়িয়ে সে সব কথা শোনে। এবার দেখার পালা আগামী দিনে কি পরিণতি হতে চলেছে সূর্য ও দীপার।