স্কুলের অনুষ্ঠানে কবিরকে মামা বলে সূর্যের কাছে পরিচয় দিল রূপা! জানুন আসল ব্যাপারটা

Anurager Chhowa: তাহলে কি এবার প্রকাশ্যে আসতে চলেছে রুপার বাবার পরিচয়? সূর্যই যে তার বাবা সেটা কি এবার জানবে সূর্যও? ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে আবারও আসতে চলেছে টানটান পর্ব। সম্প্রতি তেমনই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা দেখে রীতিমতো উত্তেজিত ভক্তরা। বর্তমানে দীপার উপর রাগ করে রুপাকে নিজের কাছে রেখে দিয়েছে সূর্য। দীপা চাইলেও নিজের মেয়েকে তার কাছে নিয়ে যেতে পারেনা। সূর্য অপেক্ষায় থাকে দীপা কিভাবে রুপাকে তার সামনে এসে নিজের সন্তান বলে পরিচয় দেয়।
যদিও দীপা শত কষ্ট হলেও মুখে কুলুপ এঁটে রাখে। রুপার ভালোর কথা ভেবে সে সূর্যর কাছেই তাকে রেখে আসে। ওদিকে রুপার তার মায়ের কথা মনে পড়লেও সে সূর্যকে বলতে পারেনা যে দীপাই তার মা।
বর্তমানে এভাবেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। তবে, এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, রুপার স্কুলে অনুষ্ঠান থাকায় তাকে নিয়ে স্কুলে হাজির হয় সূর্য। আর সেখানে অতিথি হিসাবে হাজির হয় কবীর। এমনকি সঙ্গে থাকে তার স্ত্রী শিবানী।
আর সেখানেই রুপা কবীরকে দেখামাত্রই ‛ভালো মামু’ বলে ডেকে ওঠে। রুপার মুখে এই ডাক শুনে অবাক হয়ে যায় সূর্য।এরপরই রুপা কবীরের কাছে গিয়ে বলে তুমি এখানে এসেছ? কেমন আছো তুমি? আর শিবানীকে ভালো মামি বলে ডাকে। এসব শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায় বুঝতে পারে কোথাও একটা ভুল হচ্ছে। দীপা যদি রুপাকে বলেও থাকে তার বাবা বিদেশে থাকে তাহলেও তো রুপার কবীরকে ভালো মামু বলে ডাকার কথা না। এসব হিসেবই ঘুরতে থাকে তার মনের মধ্যে। যদিও তারপরেও কবীরকে দোষ দিতে ছাড়ে না সূর্য।
স্কুলের মধ্যেই কবীরের দিকে আঙ্গুল তোলে সূর্য। বলে যে, সন্তান জন্ম দিয়ে তার পরিচয়ও নাকি দেয়নি কবীর। এমনকি আরও অনেক কথাই বলে। আর এই কথা শুনে রুপা সূর্যকে বলে এসব কি বলছো তুমি ডাক্তারবাবু এটা তো আমার ভালো মামু। তুমি ভালো মামুকে বকছো কেন?। এমনকি এদিন সূর্যর এই কথায় চুপ থাকেনি কবীরও। তাকে দুটো কথা শুনিয়ে দেয়। তাহলে কি আগামী কয়েকদিনের মধ্যেই সব সত্যি সামনে আসতে চলেছে?
সেটা জানার জন্য অপেক্ষা তো করতেই হবে। তবে, এই ভিডিও ক্লিপটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে ভাইরাল হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আর তাইতো এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে ধারাবাহিকে কি দেখানো হয়।