Entertainment

ডাঃ বাবু পচা আন্টি’ই মাকে ডিভোর্স দিতে বলেছে, মিশকার ষড়যন্ত্র ফাঁস করলো রুপা! জানুন আসল ব্যাপারটা

Advertisement
Advertisements

সূর্যর (Surya) সামনে মিশকার (Mishka) মুখোশ খুলে দিল রুপা! এমনটাই ঘটতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকে। ফের একবার টানটান উত্তেজনা আসতে চলেছে ধারাবাহিকে। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই সূর্যর বাবা হাসপাতালে ভর্তি। কেননা তার হার্ট অ্যাটাক হয়েছে। খানিকটা সুস্থ হওয়ার পর সে লাবণ্যর সঙ্গে ফন্দি করে সূর্যকে দিয়ে দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনার ফন্দি করে।

কিন্তু দীপা (Dipa) সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে সূর্য তার সামনে এসে দাঁড়ায়। বলে যে, সে তার বাবাকে কথা দিয়েছে তাহলে কেন এখন সে চলে যাচ্ছে? কেন এত নাটক করছে দীপা সেই প্রশ্নই করে। যদিও দীপার কথা সে কোনো উত্তরই দেবে না। বরং জানায় তার সন্তান আছে যতদিন না তাকে স্বীকৃতি দেওয়া হবে সে এই বাড়িতে ফিরবে না। এই বলে বেরিয়ে যায়।

ওদিকে সূর্য ভাবে দীপার এই চলে যাওয়ার জন্য আবারও সবাই তাকে দায়ী করবে। আর তাই সে এবার রূপা ও দীপা দুজনকেই ফিরিয়ে আনবে। ওদিকে দীপা বাড়িতে ফিরেই রুপাকে জড়িয়ে ধরে কাঁদে। রূপা (Rupa) জানায় মিশকা আন্টি এসেছিল কিন্তু সে দরজা খোলেনি। কিন্তু তার মা কেন কাঁদছে সেই প্রশ্ন করতেই দীপা অন্য ঘরে চলে যায়। ওদিকে মিশকা দীপাকে ফোন করে।

আর দীপা ফোন ধরেছে এই ভেবে মিশকা বলে যে, তাকে সূর্যকে ডিভোর্স দিতে হবে। নাহলে সে তার সন্তানদের শেষ করে দেবে। সে চায় সূর্যর সঙ্গে তার কোন সম্পর্ক যেন না থাকে। আর এরই মাঝে সূর্য এসে হাজির হয়। রুপাকে কারোর সঙ্গে কথা বলতে দেখে সূর্য প্রশ্ন করে কার সঙ্গে কথা বলছে রূপা। তখনই রুপা সূর্যকে জানায় যে, পচা আন্টি নাকি ফোন করে বলছে তার বাবাকে মা যাতে ডিভোর্স দেয়। নাহলে সন্তানদের শেষ করে দেবে।

এরপরই রুপা সূর্যকে প্রশ্ন করে যে, আমি তো মায়ের একটাই সন্তান। তাহলে পচা আন্টি কেন বললো সন্তানরা। এসব কথা শুনে তো অবাক হয়ে যায় সূর্য। তাহলে কি এভাবেই আগামী দিনে মিশকার মুখোশ খুলে যাবে সূর্যর কাছে।

যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায় সকলের মনে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।