শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন, এরমধ্যেই অনেকটা কাছাকাছি রুদ্রজিৎ-প্রমিতা
হঠাৎ করে বদলে গেলো জীবনের গতিপথ। অন্তত আমাদের তো তাই দেখানো হলো। দুজনেরই জীবনে ছিল অন্য পুরুষ আর অন্য নারী। হঠাৎ দেখি সবাই বাদ দুজন দুজনকে ছাড়া থাকতে নারি। বড্ড জটিল হয়ে যাচ্ছে বিষয়টা! আচ্ছা খুলেই বলা যাক, আপনারা সবাই জানেন টলিউড অভিনেতা রুদ্রজিত ও অভিনেত্রী প্রমীতা সম্প্রতি ঘোষণা করেছেন তাঁদের বিয়ের কথা।
চিন্তার বিষয় কিছু নেই অন্য নারী, অন্য পুরুষ ছিল তাঁদের রিল লাইফে। রিয়েল লাইফে দুজন দুজনকে ছাড়া আর কিছু ভাবতে পারেন না। তাই তো আর বেশি দেরি না করে তাঁদের সম্পর্ককে দিতে চলেছেন একটি নাম। আগামী ১৪ই ফেব্রুয়ারি হতে চলেছে তাঁদের বাগদান, কাগজে কলমে বিয়ে সারছেন রুদ্র-প্রমীতা।
তবে এইবার দর্শক তাঁদের প্রিয় এই রিয়েল লাইফ জুটিকে দেখতে চলেছেন রিলে। একটি ভিডিওতে একসাথে দেখা যাবে এই যুগলকে। এইকথা প্রমীতা নিজেই বললেন নিজের ইনস্টাগ্রাম পেজে। তবে কি একসাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করছে এই যুগল? হ্যাঁ মিউজিক ভিডিওই বটে। তবে এটি তাঁদের রিয়েল লাইফ লাভ স্টোরি বলবে। কিছু স্টিল ছবি ও ভিডিও মিলিয়ে তৈরি এই মিউজিক অ্যালবাম। ফটোগ্রাফি করেছেন শিলাদিত্য দত্ত এবং ভিডিওগ্রাফিতে বিপ্রদীপ চক্রবর্তী।
সব দিকেই এগিয়ে এই হবু দম্পতি। সবাই প্রি-ওয়েডিং শুট করে আর তাঁরা এক্সক্লুসিভ প্রি-এনগেজমেন্টের ভিডিও বানিয়ে তাক লাগিয়ে দিতে চলেছেন সবাইকে।
এই ভিডিওর জন্য ওয়েস্টার্ন ড্রেসে সেজেছে তাঁরা। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘দুর্গামতী’-র গান। ইনস্টাগ্রাম ক্যাপশনে প্রমীতা লিখেছেন, আর সামান্য অপেক্ষা, সম্পূর্ন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আশা, সবার মন জয় করবে।