Entertainment

প্রকাশ্যে দিবালোকে পুলিশের নাকের ডগা থেকে রুচিকার অপহরণ! পর্ণা কি পারবে তাকে বাঁচাতে? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রমো

Neem Phooler Madhu : বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। টিআরপি তালিকা থেকে বাঙালিদের ড্রয়িং রুম সর্বত্রই ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে এই সিরিয়াল। নিত্যদিনের পর্বে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে, নয়া চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন দত্তবাড়ি বৌমা তথা ধারাবাহিকের নায়িকা পর্ণা। বাইক চোরেদের ধরতে গিয়ে ইতিমধ্যেই শ্বশুরবাড়ির বেশ কিছু সদস্যের কাছে চক্ষুশুল হয়েছেন তিনি। আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো আগামী পর্ব।

‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, চাকু দেখিয়ে সৃজনের জেঠুকে ছিনতাই করেছেন চোরের দল। এমনকি সৃজনের বাবার মোবাইলও চুরি করে নিয়েছিলেন তারা। যদিও সেই মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছেন গল্পের নায়িকা। আর এবার চোরেদের ধরতে পুলিশের সঙ্গে রওনা দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে অবশ্য গেছেন স্যান্ডি এবং রুচিরা।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রাস্তার ধারে একটি ধাবাতে বেশ কিছুক্ষণের জন্য বিশ্রাম করার জন্য যান সকলেই। সেখানেই সকলে চা পান করেন। আর এখানেই ঘটে গেল বিপত্তি। সবাইকে ঠিকঠাক ভাবে চা দেওয়া হলেও রুচিরার চা এ মাদকদ্রব্য মিশিয়ে দিলেন চা বিক্রেতা। এরপরেই পর্ণার চোখের সামনে দিয়ে কিডন্যাপ করে নেওয়া হল তাঁকে।

রুচিরা কিডন্যাপ হতেই ফের একবার মেঘনাথের ফোন আসে পর্ণার ফোনে। তাঁকে জানানো হয়, বন্ধুকে বাঁচাতে হলে দিতে হবে গণেশের মূর্তি। পুলিশের সাহায্য নিলেই মাশুল গুনতে হবে পর্ণাকে। কী হবে এবার? আদৌ কী প্রিয় বান্ধবীকে বাঁচাতে পারবেন পর্ণা? নাকি ফের জড়িয়ে পড়বেন নয়া বিপদে? এখন সেটাই দেখার ।